বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

বিনয়ী মাহফুজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক, পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী

মোহাম্মদ মাহফুজুল হক। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর। সবশেষ কর্মরত ছিলেন রাঙামাটির মানিকছড়ির সেনাক্যাম্পে। ভারী বর্ষণের কারণে গেলো সোমবার গভীর রাত থেকে হওয়া পাহাড় ধসে নিহতদের উদ্ধারে গিয়ে নিজের জীবন দিয়েছেন। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুরের ছেলে মাহফুজের এমন অকাল মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। খুব বিনয়ী ছিলেন মাহফুজ। তাঁর এ মৃত্যু মেনে নিতে পারছে না এলাকার কেউ। বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হোসেন ও বেনি বেগমের ছেলে মাহফুজ। মঙ্গলবার রাঙামাটির মানিকছড়ি সেনাক্যাম্প এলাকায় যোগাযোগ বন্ধ হয়ে পড়া সড়কের মাটি সরাতে গিয়ে মাটিচাপা পড়ে মারা যান তিনি।

একমাত্র ছেলের মৃত্যুর খবরে এখনো বাকরুদ্ধ মা-বাবাসহ নিকটাত্মীয়রা। মাহফুজের মামাতো ভাই তালেবপুর ইউপি সদস্য হুমায়ুন জানান, মাহফুজ ছোটবেলা থেকেই ঢাকায় পড়াশোনা করতেন। বিয়েও করেছেন ঢাকায়। রয়েছে স্ত্রী ও পাঁচ বছরের একটি ছেলে সন্তান।

নিহত মেজর মোহাম্মদ মাহফুজুল হক ৪৪ বিএমএ লং কোর্সে কমিশন প্রাপ্ত হন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মানিকছড়ি ক্যাম্পে কর্মরত ছিলেন।