শুক্রবার, ৯ জুন, ২০১৭

বাঙালির লাশের পরিচয় এখনও অজ্ঞাত! সনাক্ত করতে সহায়তা করুন

গতকাল লংগদু উপজেলায় বাঙালির যে লাশটি পাওয়া গিয়েছে তার পরিচয় প্রশাসন, সংবাদ কর্মী এখানো নিশ্চিত করতে পারেনি। অর্থাৎ এখন পর্যন্ত লাশের পরিচয় অজ্ঞাত। গতকাল হতে বেশ কিছু ফেইসবুক আইডি লাশটি মিথ্যে সনাক্ত পূর্বক রবিউল নাম বলে চালিয়ে দিয়েছেন। যেহতু লাশের পরিচয় অজ্ঞাত, সেহেতু মৃত ব্যক্তির নাম রবিউল নয়। দয়াকরে আপনারা লাশের স্পষ্ট ছবি পোস্ট করে ছড়িয়ে দিন এবং সনাক্ত করতে সহায়তা করুন। ধারনা করা হচ্ছে লাশটি কোন ব্যবসায়ীর। সুতরাং পার্বত্য খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার সকল ব্যবসায়ীদের খোজ খবর নিন, এখন পর্যন্ত কোন ব্যবসায়ী নিখোজ আছে কিনা! বেশী বেশী শেয়ার করুন আর লাশ সনাক্ত করতে সহায়তা করুন।