বুধবার, ৭ জুন, ২০১৭

খাগড়াছড়িতে ইউপিডিএফ'র সন্ত্রাসীদের তান্ডব, গাড়িতে আগুন-ভাঙচুর

খাগড়াছড়ি জেলা সদরসহ উপজেলা গুলোতে চলছে বার্মিজ উপজাতীয় উদ্ধোস্তু সন্ত্রাসীদের তান্ডব। জেলার মহালছড়ি কাঁঠাল বোঝাই ১টি ট্রাকে আগুন, শতাধিক গাড়ী ভাংচুর করা হয়েছে। এ যেন গাড়ী পুড়ানো ও ভাংচুর উৎসব। বুধবার সকাল ১০টায় জেলা সদরে বিজিবি ও পুলিশ এর উপর হামলা করে ৯জনকে আহত করেছে। রামগড়ের বনবিথী, যৌথ খামার এলাকায় এই সন্ত্রাসীরা সিএনজি, পাজারো, মাইক্রোবাস ভাংচুর, মহালছড়িতে কাঁঠাল বুঝাই ট্রাকে আগুন দিয়ে গাড়ীটি পুড়িয়ে দিয়েছে।
খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কের চম্পাঘাট এলাকায় যাত্রী বাহি বাস ভাংচুর করা হয়েছে। খাগড়াছড়ি-পানছড়ি সড়কে ব্যারিকেট দিয়ে পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাহার মিয়ার গাড়ীসহ অনেক গাড়ী ভাংচুর করেছে। ভাংচুরের প্রতিবাদে রামগড় খাগড়াছড়ি গাড়ী চলাচল আপাতত বন্ধ রয়েছে। পুলিশ ও বিজিবির টহলে যান চলাচল স্বাভাবিক করতে কাজ প্রশাসন। খাগড়াছড়ি টার্মিনাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গাড়ি ভাংচুরের প্রতিবাদে বিভিন্ন জায়গায় গাড়ি চলাচল বন্ধ রেখেছে সাধারন শ্রমিকেরা।