শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

বার্মিজরা আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, আমরা তাদের সাইবার স্পেসের সীমা লঙ্ঘন করলাম, 'সাইবার ৭১'

মিয়ানমারের রাষ্ট্রপতি অফিস, তথ্য মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংকসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি ওয়েবসাইট অচল করে দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা।দেশটির রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে এই হামলা করেছে বাংলাদেশি হ্যাকার গ্রুপ সাইবার ৭১। মঙ্গলবার মধ্য রাতের এই হানায় সরকারি এসব সাইট অচল করে দেয়া ছাড়াও দেশটির অন্যতম ব্যবসায়ী গ্রুপ এমকে কোম্পানিজের সাইট দখল করে নেয় সাইবার ৭১। সাইবার ৭১ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানায়, ইন্দোনেশিয়ার হ্যাকারদের সঙ্গে ডিডস আক্রমণে প্রথমে বন্ধ করে দেয়া হয় রাষ্ট্রপতি অফিস, তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট। এরপর ডাউন করে দেয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের সাইট।পরে বাংলাদেশি হ্যাকার গ্রুপটি এমকে কোম্পানিজের সাইট দখল করে সেখানে রোহিঙ্গা নির্যাতন বন্ধের পোস্টার ঝুলিয়ে দেয়।গ্রুপটি তাদের পেজে জানায়, মিয়ানমার যতক্ষণ পর্যন্ত রোহিঙ্গা নির্যাতন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের সাইবার স্পেসে আক্রমণ চলবে।