সোমবার, ২৯ মে, ২০১৭

অগ্নিদগ্ধ ইমোনা চাকমার পাশে রাঙ্গামাটির সেনা রিজিয়ন


রাঙ্গামাটির জুরাছড়ির হতদরিদ্র উপজাতি পরিবারে মা হীন ইমোনা চাকমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলার দায়িত্ব নিলেন রাঙ্গামাটির সেনা রিজিয়ন। সোস্যাল মিডিয়ায় প্রকাশিত পোষ্ট এ -এই হত দরিদ্র মেয়েটির চিকিৎসা সেবা নিশ্চিতে সহায়তা চেয়ে আবেদনে সাড়া দিয়ে দূর্গম পাহাড়ে অবস্থান করা ইমোনা চাকমাকে রাঙ্গামাটিতে ডেকে এনে তার চিকিৎসার সমস্ত ব্যয়ভার রাঙ্গামাটি ৩০৫ বিগ্রেড কর্তৃপক্ষ বহনের কথা নিশ্চিত করেছে রিজিয়ান কমান্ডার ব্রিগেডিয়ান জেনারেল মোঃ গোলাম ফারুক।

বর্তমানে জুরাছড়ির ঘিলা ছড়ি সরকারি প্রথমিক বিদ্যায়ের চতুর্থ শ্রেণীরর ছাত্রী ইমোনা চাকমা বিগত ২০০৯ সালে নিজ বাসতগৃহে ঘুলিয়ে ছিলেন হঠাৎ আছস্মিক অগ্নিকান্ডে পুড়ে যায় শরীরের অধিংশ ও শরীরের ডান পাশের আংশিক অংশ পুড়ে মারাক্তক আহত হয়।

সে সময় মানুষের সহায়তায় এবং সহায় সম্বল বিক্রি করে কোন রকম চিকিৎসা করে বাবা মরদ স চাকমা। ২০১৪ সালে ইমোনার মা পদ্ধানন্দী মারা যায় এবং তার পড় থেকে ইমোনার চিকিৎসা বন্ধ হয়ে যায় গ্রামের এক শল্য চিকিৎসকের চিকিৎসা করতে গিয়ে ইমোনার বাম হাতের নীচের অংশ থেকে কোমড়ের নিচ পযর্ন্ত মাংশ ও চামড়া পুড়ে যাওয়ায় তার শরীরে সংকুচি হয়ে আসে। ফলে স্বাভাবিক কাজ কর্ম করতে পারছিলো না ইমোনা।

এছাড়া প্রয়োজনীয় ঔষাধ খেতে না পাড়ায় আর পুড়ে যাওয়া শরীরের অংশ সংক্রামিত হয়ে চুলকানো ও ক্ষত হতে থাকে। ইমোনার পিতার করুন আর্তিতে এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের চুতুর্থ শেনীর কর্মচারী লালন চাকমা ছবি তুলে তার নিজের ফেইসবুক এ্যাকাউন্টে স্ট্যাটাস দেয় এবং সুচিকিৎসা নিশ্চিত করতে বিত্তবানদের এগিয়ে আসতে অনুরোধ জানায় লালন বলে, আমি শনি বার বিকালে স্ট্যাটাস টি আপলোড করি এবং এর পড় রাতের বেলায় রাঙ্গামটি রিজিয়ন থেকে আমার সাথে যোগাযো করেন এবং সকাল বেলায় রাঙ্গামাটি দেখা করতে বলেন রিজিয়ন কমান্ডার গোলাম ফারুক বলেন ইমোনার চিকিৎসার সমস্ত ব্যায় আমাদের।

[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]