মোটেই না, আপনাদের চেয়ে অন্তত তিন গুণ বেশি ভিকটিমের সংখ্যা বাঙালিদের। কিন্তু আমাদের একটাই দোষ। দেশের সার্ব-ভৌমত্বের পক্ষে আমাদের অবস্থান, কারন সংখ্যাগুরু জণগোষ্ঠীর অংশ আমরা। সরকার কতৃক স্থানান্তর প্রক্রিয়ার সাথে আমরা জড়িত বলে সবকিছুই আমাদের বিরুদ্ধে, কারও চোখে পড়ে না আমাদের দুর্ভোগ। মানবাধিকার সংস্থার বিরোধীতা সব সময় সরকারের বিরুদ্ধেই হয়, আর বাঙালিদের শেল্টার সরকার দিচ্ছে- এই মিথ্যার কারনে তাঁদের চোখে ভ্রাত্য হয়ে যাই আমরা। আমাদের কোনও কিছু তাঁদের চোখে পড়ে না, পড়বেও না।
আপনি অস্বীকার করে বলতে পারবেন যে, আমরা শান্তি বাহিনীর নৃশংসতার সম্মুখীন হইনি? অবশ্যই হয়েছি, এমনকি আপনিও পরোক্ষভাবে মেনে নিয়েছেন, আমরাও ভিকটিম ("যেহেতু আপনিও একজন ভিকটিম"-কথাটি দ্বারা)। কিন্তু আপনি কখনও শুনেছেন কোনও মানবাধিকার সংস্থা আমাদের পক্ষে কোনও কিছু লিখেছে? প্রমান দিতে পারবেন?
যাদেরকে স্থানান্তর করা হয়েছে সেখানে, সেই মানুষগুলোও তো হতদরিদ্র, ভূমিহীন। তাঁদের দোষটা কি? তাঁরা কি মানুষ না? তাঁরা অপরাধী? ওকে ফাইন। একজন ফাঁসির আসামীর জন্যও এসব সংস্থার উথলানো দরদ থাকে, তাহলে বাঙালিরা কি এমন দোষ করেছে যে, তাঁদের কথা কোনও সংস্থা বলে না? সরকার তাদেরকে স্থানান্তর করেছে, এটা কি তাঁদের দোষ? তাঁরা নদীভাঙনের কবলে পড়ে সব হারিয়েছে, এটা কি তাঁদের দোষ? আপনারা যেমন কাপ্তাইয়ে ঘর বাড়ি হারিয়েছেন, তারাও তো তেমনি হারিয়েছে। আপনারা চাইলে সরকারকে, পাকিস্তানি সামরিক জান্তাকে এর জন্য দায়ী করবেন, কিন্তু তাঁরা কাকে দায়ী করবে? আল্লাহকে, নাকি ঈশ্বরকে, নাকি গডকে, নাকি বুদ্ধকে নাকি তাঁদের ভাগ্যকে? একজন নাগরিক হিসেবে সরকার কতৃক পুনর্বাসন পাওয়ার অধিকার তাঁদের রয়েছে। এখন সরকার তাঁদের পুনর্বাসন কোথায় দিয়েছে, সেটার দায় তাঁরা কেন নিবে? এমনও না যে, তাদেরকে খুব মূল্যবান জায়গা দেয়া হয়েছে, বা তাঁরা আনন্দে ধেই ধেই করে নাচতে নাচতে সেখানে পিকনিক করতে গিয়ে বসতি গড়ে তুলেছে। তাঁরা সমস্ত উপায় হয়েই সেখানে গিয়েছে, নয়তো কোনও সুস্থ মানূষ সেখানে যাবার কথা ভাববে না। তাঁরা বনজঙ্গলের মধ্যে, সাপ বিচ্ছুর মধ্যে নিজেদের শোয়ার জায়গাটুকু করে নিয়েছে। সেই জায়গা আজকে তারাই বসবাস উপযোগী করেছে। কই, তাঁদের পক্ষে তো একবারও কোনও মানবাধিকার সংস্থা, কিংবা গরীবের বন্ধু বলে পরিচিত বাম দলগুলো কথা বলেনি? কেন? তাঁরা কি মানুষ নয়? এর পরেও কি বলা উচিত নয়, তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো একচোখা আচরন করেছে সেখানকার বাঙালিদের সাথে, আজও করছে?
আসলে কি জানেন, আপনারা মানবতাবাদীদের অনেক অনেক সহায়তা পাচ্ছেন, কারন আপনারা সংখ্যালঘু। আমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠির অংশ বলে, আমাদের দিকে কেউ তাকায় না। আপনাদের কিছু হলে, পত্র পত্রিকায় ঝড় বয়ে যায়, কারন আপনারা সংখ্যালঘু। এদিকে আমরা সরকার, সংখ্যাগুরু ধারনা আর তত্বের পেছনে হারিয়ে যাই। মানুষ ভাবে সরকার আমাদের একেবারে রাজার হালে রেখেছে। এটাই পার্থক্য। একেই বলে 'শাপে বর'।
(একজন পাহাড়ি বন্ধুকে লেখা জবাবে)