সোমবার, ১৯ জুন, ২০১৭

পাহাড়িদের বাড়িঘর পুরানোর ঘটনায় আ’ লীগের নেতাকর্মীরা জড়িত : মীর্জা ফখরুল ইসলাম

"লংগদুর ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে রাজনৈতিক কাঁদা ছুড়া ছুড়ি। মূল ঘটনা না জেনেই বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম সাহেব বক্তব্য দিলেন- পাহাড়িদের বাড়িঘর পুরানোর ঘটনায় আওয়ামীলীগের নেতাকর্মীরা জড়িত অথচ নয়ন হত্যা নিয়ে কোনো মন্তব্য করেন নি তিনি। যা অত্যন্ত দুঃখজনক। আমি একজন সাধারণ পার্বত্য বাঙালি হিসেবে এমন বাজে গল্পের তীব্র নিন্দা জানাচ্ছি। মীর্জা ফখরুল ইসলাম সাহেবের এমন অদূরদর্শী বক্তব্য প্রত্যাহারের ব্যাপারে রাংগামাটি ও খাগড়াছড়ির বিএনপির নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি।