সোমবার, ১৯ জুন, ২০১৭

বিএনপির কারনে পাহাড়ে বিপর্যয় : ওবায়দুল কাদের

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেবের কথা শুনে ভাষা হারিয়ে ফেলেছি। কি বলবো ভাষা খুজে পাচ্ছিনা। মন্ত্রী আপনি যা বলেছেন তা বিএনপিকে আঘাত না করলেও প্রায় ৮ লাখ বাঙালির কলিজায় আঘাত হেনেছে। আঘাত করেছেন পাহাড়ে হাজার হাজার আওয়ামীলীগ কর্মীকে। ১৯৮০ সালের দিকে জিয়াউর রহমানের সময় পাহাড়ে যে সকল বাঙালি নেওয়া হয়েছিলো তা ছিলো যুগান্তকারী সিদ্ধান্ত। উপজাতিদের বিচ্ছিন্নতাবাদ আন্দোলনে দেশের অখন্ডতা রক্ষা করা যখন দূরহ হয়ে উঠেছিলো তখন জিয়াউর রহমান পাহাড়ে যা বাঙালি ছিলো তার থেকে আরো বাড়ানোর মতো সাহসী সিদ্ধান্ত গ্রহণ করে। বিচ্ছিন্নতাবাদ আন্দোলন বাদ দিলেও বলতে হয় যুদ্ধ বিধ্বস্ত দেশ পূর্ণ গঠন ও নদীভাঙনের ফলে বহু জনগণ জখন ভূমি হারা তখন তাদের পূনর্বাসন জরুরি ছিলো। সেই কাজটি অত্যন্ত বিচক্ষণতার সাথে জিয়াউর রহমান করেছিলেন।
রাঙামাটিতে পাহাড় ধসে যে বিপর্যয় হয়েছে তার জন্য বিএনপির আমলে ৪ লাখ বাঙালি পাহাড়ে নেওয়াকে দায়ী করেছেন কাউয়া বলে পরিচিত পাওয়া জনাব ওবায়দুল কাদের। আচ্ছা পাহাড় কি দেখে দেখে ধস হয়েছে যে কোথায় বাঙালিরা বসবাস করে? উপজাতিরা যেখানে বসবাস করে সেখানে কি ধস হয়নি? জনবহুল আমাদের এই দেশ। শহর, গ্রাম সব যায়গায় মানুষ বেড়েই চলছে। ৭১ সালে যা ছিলো এখন তা ৩ গুন বৃদ্ধি পেয়েছে। ১টি পরিবার থেকে ২টি তিনটি করে পরিবার হয়েছে। এদের থাকার ভূমির চাহিদা বেড়েছে। সরকার কেন তাদের থাকার ব্যবস্থা করতে পারলো না? আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হলো শুধু যেখানে বসতি আছে সেই পাহাড় ভাঙ্গেনি। বসবাস করে না এমন পাহাড়ও ভেঙেছে। অনেক রাস্তা ভেঙেছে যেখানে মানুষ বাস করেনা। রাঙামাটি - চট্টগ্রাম সড়কের যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেই এলাকায় কোন জন বসতি নেই। এটাকে কিভাবে দেখবেন জনাব বিনা ভোটের মন্ত্রী?জনাব মন্ত্রী, পাহাড় ধসে আপনি বিএনপিকে আঘাত করেননি। পাহাড়ের ৮লাখ বাঙালির কলিজায় আঘাত করেছেন। বঙ্গবন্ধুকে ভালোবাসে বলে আপানাদের কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া উপজাতি নেতাদের মেনে নিয়ে পাহাড়ের লাখ লাখ বাঙালি যারা নৌকায় ভোট তাদের আঘাত করেছেন। মন্ত্রী মহোদয়, পাহাড়ের এমন বিপর্যয়ে মানুষগুলো পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে না। যতটুকু সাহায্য পাচ্ছে তা সাধারণ মানুষের ব্যাক্তিগত উদ্যোগে পাচ্ছে। আপনি যা দিয়ে গেছেন ক্যামেরার পিছনে যাওয়ার পর তা বন্ধ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষের পর্যাপ্ত সহযোগিতা না করে রাজনীতির যে নোংরা খেলা আপনি খেললেন তার ফল পার্বত্যবসী দিবে বলে দৃঢ়তার সাথে বলতে পারি। সেই সময়ের জন্য অপেক্ষা করুন।