বৃহস্পতিবার, ১৫ জুন, ২০১৭

আসুন পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই

আলহামদুলিল্লাহ্‌। আমাদের প্রথম দিনের কালেকশন হয়েছে ১০২৬০ টাকা। আসুন পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই ডাকে সাড়া দিয়ে যেসব ভাই ইতিমধ্যে এগিয়ে এসেছেন আল্লাহ্‌ তাদের দানকে কবুল করুন। যেসব ভাই বোনেরা দেওয়ার নিয়ত করেছেন আল্লাহ্‌ তাদের তৌফিক দিন। আমরা কয়েক বছর ধরে অসহায় পার্বত্য বাঙালিদের নিয়ে কাজ করেছি। আমরা ক্ষনে ক্ষনে অবাক হয়েছি কিভাবে তারা এখনো বেঁচে আছে! একমাত্র আল্লাহ্‌ ছাড়া এসব অসহায় পার্বত্য বাঙালীর পাশে কেউ নেই। এসব বাঙালী প্রতিনিয়ত উপজাতি সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত। এবারের পাহাড় ধসে সেই বাঙালীরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তাদের জন্য নেতাদের শুধু প্রতিশ্রুতি আছে, বাস্তবিক কোন সাহায্য নেই। ঘরহারা, স্বজনহারা এসব বাঙালীদের জন্য সমতলের বাঙালীদের এগিয়ে আসা জরুরী।
আজ রাঙামাটির কিছু আশ্রয়স্থলের খোজ পাওয়া গিয়েছে যেখানে তিন দিনেও কোন সাহায্য যায়নি। বিদ্যুৎ না থাকায় খাবার পানির অভাবে ক্ষতিগ্রস্ত মানুষজন রাস্তায় নেমে এসেছে একটু পানির খোঁজে! এসব যায়গাতেও কাজ করা দরকার। সর্বোপরি তাদেরকে পূনর্বাসন করা খুবই জরুরী। এরজন্য দরকার আর্থিক সাহায্য। সমতলের এত মানুষ থাকতে কেন আমার ভাই বোনদের খাবার নিয়ে ভাবতে হবে? 

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনারা যারা সহযোগী হতে চান তারা সাহায্য পাঠাতে নিচের ঠিকানা ব্যবহার করুন।

বিকাশ- 01714758782 (পারসোনাল)
01978074545 (পারসোনাল)

ব্যাংকের ঠিকানা-

Tajul Islam
SMSA - 131
Islami Bank Bangladesh 
Rangamati Branch

আল্লাহ্‌ আমাদের অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ানোর অন্তর খুলে দিক। দুই হাত খুলে সবাই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়।