শনিবার, ১০ জুন, ২০১৭

নয়নের মোটর সাইকেল উদ্ধারে মাইনী নদীতে অভিযান চলছে


যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন এর মোটরসাইবকল উদ্ধারে মাইনী নদীতে অভিযান শুরু করেছে বাংলাদেশ নৌ-বাহিনী ডুবুরীদল।আজ বেলা সাড়ে ১১ টার দিকে এই অভিযান শুরু হয়। জানাযায় হত্যাকান্ডের সাথে জড়িত জুয়েল চাকমা ও রুমেল চাকমাকে আটক করে পুলিশ। তাদের দেয়া তথ্যমতে মোটর সাইকেল উদ্ধারের জন্য মাইনী নদীতে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে নৌ-বাহিনীর ডুবুরী দল। উল্লেখ্য মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন কে  রাঙ্গামাটির লংগদু উপজেলা থেকে দুইজন উপজাতী যুবক পরিকল্পিতভাবে ভাড়ায় নিয়ে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার চার মাইল নামক স্থানে এনে হত্যা করে এবং হত্যার পরে উপজাতীয় সন্ত্রাসীরা তার ব্যবহৃত মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায়। খাগড়াছড়ি পুলিশ সুপার উদ্ধার অভিযানে নেতৃত্ব দিচ্ছেন।