১৮ মার্চ ১৯৯৩ সালে আমার আত্মীয় নিঁখোজ হন মুক্তিপণ দাবি করে ১০ লক্ষ টাকা। দৈনিক ইত্তেফাক ও দৈনিক ইনকিলাব এই বিষয় নিয়ে দু-একদিন লিখেছিল ভিতরের পাতায়। ২৭ মার্চ ১৯৯৩ তাঁর জবাই করা লাশ পাওয়া যায় । ০৩ এপ্রিল ১৯৯৩ সেনাবাহিনী অভিযানে মারা যায় ৩ জন। ৭ জনকে গ্রেফতার করা হয়। ০৮ এপ্রিল ১৯৯৩ মানবাধিকার সংস্থাগুলো পাহাড়ী তিনজন হত্যার বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে বিবৃতি দেয়। কিন্তু আমার খালুর জন্য কেউ বিবৃতি দিল না। পরিশেষে বলব, মানবাধিকার সংস্থাগুলো কি শুধু পাহাড়ীদের! বাঙালীর জন্য নয়? খানেই আমাদের বাঙালীদের দু:খ। তাহলে মানবাধিকার সংস্থার মতে কি ৩৮ হাজার বাঙালী হত্যা পাহাড়ীদের জন্য বৈধ হয়ে গেল? ( নাম প্রকাশে অনেচ্ছুক একজন বাঙালী ভুক্তভোগী)