লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যায় জড়িত জুনেল চাকমা ও রুনেল চাকমাকে আটক করেছে পুলিশ। শনিবার তাদের খাগড়াছড়ির দীঘিনালা থেকে আটক করা হয়। দীঘিনালার মাইনী বেইলি ব্রীজ এলাকার ৩০০ গজ দক্ষিণে শুক্রবার নয়নের ব্যবহৃত হেলমেটটি উদ্ধার করার পর এখন সেখানে মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা করছে চট্টগ্রাম থেকে আসা নৌবাহিনীর ডুবুরিরা। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ শামসুদ্দিন ভূঁইয়া দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করলেও এখনই বিস্তারিত জানাতে অপারগতা জানিয়েছেন। শনিবার সকাল থেকেই আইনশৃংখলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা দীঘিনালায় অবস্থান করছেন।
প্রসঙ্গত গত ১ জুন শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পেশায় মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন যাত্রী নিয়ে লংগদু থেকে দীঘিনালায় যায়। দুপুরে দীঘিনালার চারমাইল এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এই হত্যার ঘটনাকে কেন্দ্র ক্ষুদ্ধ বাঙালীদের মিছিল করে।হত্যাকাণ্ডের পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে নিজেরা কিছু ঝরাঝির্ণ ঘরবাড়িতে ২ জুন উপজেলার তিনটিলা, বাইট্টাপাড়া ও মানিকজোড়ছড়া এলাকায় পাহাড়ীদের ২১৩ টি পরিবারের বসত, ৮ টি দোকান ও একটি পাড়াকেন্দ্র পুড়িয়ে দিয়েছিল। এই ঘটনায় এই পর্যন্ত ১৮ জন নিরিহ বাঙালীকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত গত ১ জুন শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও পেশায় মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন যাত্রী নিয়ে লংগদু থেকে দীঘিনালায় যায়। দুপুরে দীঘিনালার চারমাইল এলাকায় তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এই হত্যার ঘটনাকে কেন্দ্র ক্ষুদ্ধ বাঙালীদের মিছিল করে।হত্যাকাণ্ডের পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে নিজেরা কিছু ঝরাঝির্ণ ঘরবাড়িতে ২ জুন উপজেলার তিনটিলা, বাইট্টাপাড়া ও মানিকজোড়ছড়া এলাকায় পাহাড়ীদের ২১৩ টি পরিবারের বসত, ৮ টি দোকান ও একটি পাড়াকেন্দ্র পুড়িয়ে দিয়েছিল। এই ঘটনায় এই পর্যন্ত ১৮ জন নিরিহ বাঙালীকে গ্রেফতার করে জেল হাজাতে পাঠানো হয়েছে।