বুধবার, ৭ জুন, ২০১৭

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সংঘর্ষে ৯ বিজিবি ওপুলিশ আহত


খাগড়াছড়িতে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে বুধবার সকালে সদরের স্বনির্ভর বাজার এলাকায় কল্পনা চাকমার অপহরণকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রশাসনের অনুমতি না থাকায় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ৬ পুলিশ- ৩ বিজিবি ও বিক্ষোভকারী ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন ১১ সদস্যসহ ২০জন আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে। হামলায় আহত ৯ আইন শৃঙ্খলা বাহিনীর  সদস্যের মধ্যে আহতরা হচ্ছে-একজন হাবিলদারসহ তিনজন বিজিবি সদস্য ও একজন ডিএসবি সদস্যসহ ৬ পুলিশ সদস্য রয়েছে। আহত বিজিবি সদস্যরা হলেন, হাবিলদার হাবিবুর রহমান(৫০), সৈনিক কামরুজ্জামান(২৬), সৈনিক রুবেল(২৪)।
জানা যায়, বুধবার সকাল ১০টা দিকে শহরের স্বনির্ভর এলাকা থেকে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে।  এসময় পূর্ব অনুমতি না থাকার অভিযোগে পুলিশ মিছিলে বাধা দান করলে প্রশাসন ও সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করতে না পেরে বিজিবি সহায়তা কামনা করলে বিজিবির সদস্যরা এসে যোগ দেয়। এসময় বিক্ষোভকারীরা বিজিবির সদস্যদের উপরও হামলা অব্যাহত রাখে। এতে ৩ বিজিবি ও ৬ পুলিশ সদস্য আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ২১ জনকে আটক করলেও পরে দুইজনকে ছেড়ে দেয়।

৩২ বিজিবি অধিনায়ক হাসানুজ্জামান চৌধুরী জানান, পূর্ব কোনো কর্মসূচি বিহীন হঠাৎ বেলা দশটার দিকে স্বনির্ভর বাজারে সমাবেশ করতে চেষ্টা করে ইউপিডিএফ ও হিলউইমেন্স ফেডারেশন। এ সময় পুলিশ বাঁধা দেয়। পুলিশ সহযোগীতা চাইলে ঘটনাস্থলে পৌঁছা মাত্র সমবেত ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশন কর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। তাদের এলোপাথারী ইটপাটকেল ও গুলতির আঘাতে তিনজন বিজিবি সহ পুলিশের বেশ কয়েকজন আহত হয়। খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালা উদ্দিন বলেন, প্রাথমিক অবস্থায় ১৫ জনের মত আটক করা হলেও যাছাই-বাছাই করে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে। বর্তমানে ৮জন আটক রয়েছে।

এছাড়াও এ ঘটনার পর পর খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে। মানিকছড়ির পিচলাতলায় কাঠালবাহী পিকআপে অগ্নি সংযোগসহ ৭টি গাড়ী ভাংচুর এর খবর পাওয়া গেছে। এছাড়াও রামগড়ে গাছ কেটে সড়ক অবরোধের ঘটনাও ঘটেছে। পিচলাতলায় দুবৃত্ত কর্তৃক গাড়ীতে আগুন দেওয়ার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। এ ঘটনার জন্য তিনি দু:খ প্রকাশ করে এ ধরনের ঘটনার নিন্দা জানান।
আল-মামুন,খাগড়াছড়ি 

[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]