বুধবার, ১৪ জুন, ২০১৭

পাহাড় ধ্বসে নিহত সেনা কর্পোরালের বাড়িতে আহাজারি

নিজস্ব প্রতিবেদক, পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী

রাঙ্গামাটিতে পাহাড়ধসে প্রাণ হারানো সেনা সদস্য কর্পোরাল মোহাম্মদ আজিজুল হকের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার তরপ পাছাইল গ্রামে চলছে শোকের মাতম। আজিজুল হক (৪১) ওই গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। ব্যক্তি জীবনে আজিজুল হক এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। আজিজুল ১৯৯৫ সনে সেনাবাহিনীতে যোগদান করেন। আজিজুল ছয় মাস আগে ঢাকা থেকে রাঙ্গামাটি বদলি হন।
মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বার বার মুর্চ্ছা যাচ্ছেন। ছেলে শাকিল আহমেদ রিফাত (১৪) ও মেয়ে শাহানা আজিজ রিতা আক্ষেপ করে জানায়, আগামী ২২ জুন ছুটিতে বাড়ি আসার কথা ছিল বাবার।
বুধবার ঢাকার সেনা সদর দপ্তরে প্রথম জানাজার পর বিকাল ৪টা ৫০ মিনিটে হেলিকপ্টারযোগে নিহত আজিজুলের লাশ পৌর সদর খেলার মাঠে আনা হয়। পরে সেনাবাহিনীর এ্যাম্বুলেন্সযোগে লাশ তার গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয় । সেখানে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ।