বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

অবৈধ অস্ত্র উদ্ধার ব্যাতিত পার্বত্য সমস্যার সমাধান হবে না- পিবিওসিপি।

অবৈধ অস্ত্র উদ্ধার ব্যাতিত পার্বত্য সমস্যার সমাধান হবে না- পিবিওসিপি। প্রেস বিজ্ঞপ্তি: পার্বত্য বাংলাদেশ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রেখে পার্বত্য চট্টগ্রাম তথা রাষ্ট্রের অখন্ডতা রক্ষা করা কখনো সম্ভব নয়। অদ্য ১৩/০৭/২০১৭ ইং রোজ বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকার সময় রাঙ্গামাটি জেলার বনরুপাস্থ্য অস্থায়ী কার্যলয়ে পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত রাংগামাটি জেলা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভায় বক্তারা এই কথা বলেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ সোহেল রিগ্যানের সঞ্চালনায় উক্ত সভার সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি উজ্জ্বল পাল। এতে আরো উপস্থিত ছিলেন নেতা মোঃ ইউনুচ মিয়া,তারিকুর রহমান রুবেল,নাজমুল হোসাইন,ইরফান হাবিব,আরিফুল ইসলাম ইমন,সাইফুল ইসলাম সুমন,মোঃ তৌহিদুল ইসলাম,মীর মোঃ শাকিল,শাহিন আলম,মোঃ ইউছুপ প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন,রক্তের বিনীময়ে অর্জিত স্বাধীনাতার ৪৫ বছর পরেও রাষ্ট্রের মুখ্য জনশক্তি পার্বত্য বাঙ্গালীরা স্বাধীনাতার স্বাদ ভোগ করতে পারেনি।বঞ্চিত হয়ে আসছে সাংবাধানিক অধিকার থেকে।ফলে সর্বাদিকে দুর্বল অবস্থানে থাকা বাংগালীদের অসহায়ত্বে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতবাদী উপজাতিয় গেরিলাদের উত্থানে পার্বত্য চট্টগ্রামের ভূ-খন্ড আজ হুমকির মুখে।

পার্বত্য চট্টগ্রাম হতে সন্ত্রাস নির্মুল ও অবৈধ অস্ত্র উদ্ধার কল্পে যৌথ অভিযান কার্যকর এবং পার্বত্য বাংগালী জনগনের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার জন্য বক্তারা সরকারের প্রতি জোর দাবি জানান।অন্যথায়,জন দুর্ভোগ জন বিক্ষোভে পরিণত হয়ে দাঁত ভাংগা জবাব দিলে তার দায়িত্ব সরকারকেই নিতে হবে।

পরিশেষে,সভায় উপস্থিত সর্বসম্মতিক্রমে অদ্য হইতে আগামী দুইবছরের জন্য নিম্নে রাঙ্গামাটির জেলা কমিটি ঘোষনা করা হয়।

রাঙ্গামাটি জেলা কমিটি:
তারিকুর রহমান (রুবেল) -সভাপতি,  নাজমুল হোসেন -সহ সভাপতি, ইরফান হাবিব- সাধারণ সম্পাদক,
অারিফুল ইসলাম (ইমন) -যুগ্ম সম্পাদক, সাইফুল ইসলাম সুমন- সাংগঠনিক সম্পাদক, মোঃ তৌহিদুল ইসলাম- সহ সাংগঠনিক সম্পাদক, মীর মোঃ শাকিল- দপ্তর সম্পাদক, মোঃ শাহিন আলম -প্রচার সম্পাদক ।