রক্তাক্ত ছেলেটির নাম শাহাদাত। রাঙ্গুনিয়া হতে পড়তে এসেছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজে। ২০১৩ সালের ২২ সেপ্টেম্বরের ঘটনা এটি। যেদিন রাঙ্গামাটি সরকারি কলেজে রণক্ষেত্র তৈরী করেছিলো সসস্ত্র পাহাড়ি ছাত্র পরিষদের সন্ত্রাসীরা। আমরা পার্বত্য বাঙ্গালী সন্তানেরা না হয় উপজাতীয় সন্ত্রাসীদের দৃষ্টিতে শত্রু। কিন্তু, কি অপরাধ ছিলো সমতল হতে পড়তে আসা শাহাদাতের? কেন সেদিন উপজাতীয় সন্ত্রাসীরা তাকে এভাবে মেরেছিলো? চেহারায় বাঙ্গালী হওয়াই কি ছিলো তার অপরাধ? সেদিন আহত শাহাদাতের অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে ট্রান্সফার করা হয়েছিলো। শাহাদাৎ যখন সুস্থ হলো তখন তার বাবা তাকে আর রাঙ্গামাটি কলেজে পড়তে দেননি। নিরাপদে সন্তান যাতে উচ্চ শিক্ষা নিতে পারে তার জন্য শাহাদাতের ভর্তি চট্টগ্রামে ট্রান্সফার করা হয়েছিলো। শাহাদাতের এই পরিনতি কি প্রমান করে— তা যদি সমতলের মানুষগুলোর সুস্থ মস্তিস্ক ধরা দেয় তবে পার্বত্য সমস্যা ৯০% সমাধান হয়ে যাবে।