চাদাঁ না দেওয়ায় দরিদ্র উপজাতিদের বিক্রির জন্য সংগ্রহ করা বাঁশের কুরোল ফেলে দিল তাদেরই স্বজাতি ইউপিডিএফ’র জঙ্গি সন্ত্রাসীরা। আচ্ছা কোনো কারণে আজকের এই ঘটনা যদি সেনাবাহিনী করত বা বাঙালিরা করত? তাহলে হয়তো এতক্ষণে পাহাড়ে মিছিল নিয়ে বের হয়ে যেত উপজাতি জঙ্গিবাদী ও অশান্তিবাদীরা সাথে তাল দিত কথিত সেই দরিদ্র সাধারণ উপজাতিরা। এখন তারা চুপ কেন? সেনাবাহিনী সন্ত্রাসী ধরলে উপজাতিরা নির্যাতিত কিন্তুু যখন উপজাতি সন্ত্রাসী সংগঠন গুলো তাদের কাছ থেকে জোরপূর্বক চাদাঁ আদায়, অপহরণ করে মুক্তিপণ আদায়, গুম, খুন করে তখন কি তারা নির্যাতিত না? পাহাড়ে বাশের ধ্বংসের জন্য দায়ী এই কোরল বিক্রি কিন্তুু রাষ্ট্র, সরকার, প্রশাসন তা আজও নিষিদ্ধ করে নি। আমি ব্যক্তিগত ভাবে কোরল বিক্রির তীব্র বিরোধী কিন্তুু তাদের বিকল্প কিছুর সংন্ধান করে না দিয়ে কিভাবে তাদের এই পথ থেকে সরিয়ে আনা যাবে? চাদাঁ না পেলে উপজাতি জঙ্গিরা জুম চাষ বন্ধ করে দিবে। বাঁশের কুরোল বিক্রি বন্ধ করে দিবে আর পাহাড়ে প্রতি নিয়ত দুর্গম এলাকার উপজাতিদের খাদ্য সংকট দেখা দিবে আর এর দায় উপজাতি জঙ্গি ও কুশীল কুত্তরা বাংলাদেশকে দিবে ভালই চলে তাদের প্লান।