মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭

পাহাড়ের মানুষ আর অবৈধ অস্ত্রকে ভয় পায় না - ফিরোজা বেগম চিনু

পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাহাড়ে আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অবৈধ অস্ত্রধারীরা ষড়যন্ত্রে তৎপর রয়েছে। পাহাড়ের মানুষদের মনে আওয়ামী লীগের জন্য ভালোবাসা থাকলেও তারা অবৈধ অস্ত্রের কাছে জিম্মি। কিন্তু এখন পাহাড়ের মানুষ আর অবৈধ অস্ত্রকে ভয় পায় না। সোমবার দুপুর ১টায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ফিরোজা বেগম বলেন, আসন্ন সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে রাঙামাটি আসন উপহার দেয়া হবে। তিনি পার্বত্যবাসীকে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করতে সকল ভয়-ভীতি ভুলে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে নেতাকর্মীদের নৌকার প্রচারণা চালানোর আহ্বান জানান।রাঙামাটি মহিলা আওয়ামী লীগ সহ-সভাপতি ঝর্ণা খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদ সদস্য মনোয়ারা জাহান, রাঙামাটি জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিতা দেওয়ান (রিপা), সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুজাতী দেওয়ান, সাধারণ সম্পাদক চুমকী চাকমা প্রমুখ।