মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

রোহিঙ্গা পল্লীতে হ্যালিকপ্টার থেকে গোলা-বারুদ নিক্ষেপ করছে সৈন্যরা !

বুথিদং-এর তংবাজার, নাইক্ষ্যান্দং, লাবাদকসহ বেশ কয়েকটি গ্রামে হ্যালিকপ্টার থেকে গোলা-বারুদ নিক্ষেপ করে রোহিঙ্গা বসতি জ্বালিয়ে দিচ্ছে সৈন্যরা। একাধিক সূত্র এমনটি জানিয়েছেন আরাকান টিভিকে। জানাযায়, আজ শুক্রবার দুপুরের পর দশ-বারোটি সেনা কপ্টার বেশ কয়েকবার রোহিঙ্গা পল্লীর উপর চক্কর দেয়। এসময় সাধারণ রোহিঙ্গারা আতঙ্কিত হয়ে পাহাড়ে ও নদীর পাড়ে চলে যায়। কপ্টারগুলো ঘুরে ঘুরে রোহিঙ্গা পল্লীতে গোলা-বারুদ নিক্ষেপ করে। এতে করে আগুন ধরে পুড়ে গেছে রোহিঙ্গাদের ঘরবাড়ি। রাথিদং-এর ফিরিন্দক থেকেও একই খবর পাওয়া গেছে। সেখানে হ্যালিকপ্টার থেকে বিস্ফোরক নিক্ষেপ করা হচ্ছে। পুরো আরাকান পরিণত হয়েছে রণক্ষেত্রে। গত রাতের হমলায় কতজন মারা গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি । এর মধ্যে আসন্ন রাতের আঁধারে আবার হামলা চালাতে পারে এমন আশংকা রোহিঙ্গাদের। এদিকে রাখাইনরাও ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে হামলার জন্য মুখিয়ে আছে।

একদিকে সরকারি বাহিনী আর অন্যদিকে রাখাইনদের আক্রমণে রোহিঙ্গাদের জন্য নিরাপদ কোন স্থান নেই। বেশ কিছু রোহিঙ্গা প্রাণ বাঁচানোর তাগিদে বাংলাদেশ সীমান্তের দিকে ছুটে গেলেও তাদের ফিরিয়ে দিয়েছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী। এখন রোহিঙ্গাদের জন্য একমাত্র ভরসা মহান সৃষ্টিকর্তা।
হাসান হাফিজ,  আরাকান টিভি