মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭

বাঙালিরা পাহাড়ে বসবাস করতে পারবে না কেন?

উপজাতি কিংবা বাঙালি, বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী সকল নাগরিকরা-ই বাংলাদেশের যে কোন সীমান্তের যে কোন স্থানে স্থায়ী আবাস গড়তে পারবেন। এতে কারোর-ই কোন দ্বিমত নাই। আর এটা আমাদের সকল নাগরিকের-ই জন্মসূত্রে প্রাপ্ত গণতান্ত্রিক (সাংবিধানিক) অধিকার। তবে বাঙালিরা পাহাড়ে কিংবা উপজাতিরা সমতলে বসবাস করতে পারবে না কেন? আমরা বাঙালিরা যদি উপজাতিদের আপন মনে করে সমতলে বাস করার সুযোগ দিতে পারি। তবে উপজাতি সন্ত্রাসীরা কেন বাঙালিদেরকে পাহাড়ে বসবাসের সুযোগ দিতে পারবে না?

বাংলাদেশ বাঙালির রক্তে স্বাধীন হয়েছে, সুতরাং বাঙালিরা পুরো বাংলাদেশ জুড়ে তাদের আবাস গড়তে পারবে, এতে যদি আপনাদের (উপজাতি সন্ত্রাসীদের) কারও চুলকানি বেড়ে যায়, তবে দয়াকরে আমাদের দেশ ছেড়ে আপনারা আপনাদের পূর্বপুরুষের দেশ আরাকান, তিব্বত বা ত্রিপুরায় চলে যান। অন্যথায় বেশী বাহাদুরি দেখালে আপনাদের এবং আপনাদের দোসরদেরকে উষ্ঠা (লাথি) মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে! বীর বাঙালি সময় থাকতে হুশিয়ার! উপজাতি সন্ত্রাসীদের বিরুদ্ধে হও সোচ্চার !