শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক মুসলিম হত্যা বন্ধের আহবান ইসলামী আন্দোলনের।

মিয়ানমারে রোহিঙ্গা হত্যা বন্ধ সহ রোহংগাদের মানবিক সহায়তা দিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশে ইসলামী যুব আন্দোলন নামক সংগঠনটি।বার্মা সরকার কর্তৃক রোহিঙ্গাদের নীপিড়নের প্রতিবাদে দলটির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, আরাকানে গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে তাদের হিংস্রতা আরও বেড়ে যাবে। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের স্টিম রোলার বন্ধ না করলে প্রয়োজনে বাংলাদেশের ঈমানদার জনতা বার্মা দূতাবাসও জাতিসংঘ অফিস ঘেরাও করবে। তাতেও কাজ না হলে বার্মা অভিমুখে লংমার্চসহ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।