রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

গুলিবিদ্ধ অবস্থায় ইউপিডিএফ`র সন্ত্রাসী আটক, সর্টগান ও গুলি উদ্ধার

খাগড়াছড়ি জেলার পানছড়িতে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সুভাষ চাকমা নামক এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) সাড়ে তিনটার দিকে উপজেলার শুকনাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, উপজেলার শুকনাছড়ি এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল অবস্থান নিয়ে নাশকতার পরিকল্পনা করছে বলে গোপন সূত্রে পাওয়া সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর থেকে নিরাপত্তা বাহিনীর একটি টহল দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে ইউপিডিএফ সন্ত্রাসীরা টহল দলের উপর গুলিবর্ষণ শুরু করে।

এসময় আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনীও গুলি শুরু করলে টিকতে না পেরে সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল থেকে হাঁটুতে গুলিবিদ্ধ অবস্থায় এক ইউপিডিএফ সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে ১টি শর্টগান, ২১ রাউন্ড গুলি ও একটি সাব মেশিনগানের গুলিভর্তি ম্যাগজিন উদ্ধার করে।.