শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

মাটিরাঙ্গায় উপজাতি সন্ত্রাসী কর্তৃক নুর মোহাম্মদকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা পৌর এলাকার বাসিন্দা পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপুকে উপজাতি সন্ত্রাসী কর্তৃক চিকিৎসার নামে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। ২৪ জুলাই শুক্রবার ভোর ৪টায় দিকে ৩ জন উপজাতীয় ব্যক্তি নুর মোহাম্মদের বাড়িতে আসে। তাদের এক জনের স্ত্রীর প্রসব বেদনার কথা বলে চিকিৎসার জন্য নুর মোহাম্মদকে ডেকে নিয়ে যায়। দুপুর ১টার দিকে সাপমারা ব্রীজের নিচে হাত-পা বাধা ও বিবস্ত্র অবস্থায় নুর মোহাম্মদের লাশ পাওয়া যায়। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে জড়িতদেরকে দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া ও মহাসচিব আলমগীর কবিরসহ সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া বিবৃতিতে আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালি হত্যা নতুন কিছু নয়, এভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি উচ্ছেদের নীলনকশা হিসেবে পরিকল্পিতভাবে ৩৮ হাজার বাঙালিকে খুন করা হয়েছে। পার্বত্যাঞ্চলে উপজাতি সন্ত্রাসী কর্তৃক কোন হত্যাকান্ডের প্রকৃত বিচার না হওয়ার কারণে একের পর এক হত্যাকান্ড ঘটিয়ে যাচ্ছে ইউপিডিএফের সন্ত্রাসীরা। নূর মোহাম্মদের হত্যাকারীসহ সকল বাঙালি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি । একই দাবিতে মাটিরাঙ্গা বাজার ও ঢাকা- খাগড়াছড়ি মহাসড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাটিরাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম,কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় নেতা এস এম হেলাল, মোঃ জালাল, মোঃ আরিফুল ইসলাম, রবিউল, রফিক প্রমূখ ।

মোঃ আরিফুল ইসলাম, খাগড়াছড়ি