সোহেলী ত্রিপুরার ফেইজ বুক থেকে সংগ্রীহিত : ৩৮ হাজার বাঙ্গালীর হত্যাকারী খুনি সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সশস্ত্র সংগঠন শান্তি বাহিনীর তৎকালীন মেজর রাজেশ ওরফে ঊষাতন তালুকদার, বর্তমানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সহ সভাপতি ও রাঙামাটি জেলার এমপি ঊষাতন তালুকদার বলেছিলেন নয়নকে উপজাতি সন্ত্রাসীরা হত্যা করেনি। ঊষাতন তালুকদার কে বলছি, রাঙ্গামাটির লংগদ উপজেলার রাঙ্গিপাড়া হেলিপ্যাড এলাকার জ্ঞান লাল চাকমার ছেলে জুনেল চাকমা (১৮) এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকার রাজমোহন চাকমার ছেলে রনেল চাকমা (৩৩)।
রনেল চাকমা আর জুনেল চাকমা এরা কারা? এরা কি চাকমা নয়? আপাতত কোন সন্দেহ নেই এই দুই জন নয়নের হত্যাকারী । পলাতক রয়েছে আরও কয়েকজন । এদের রয়েছে বড় একটি সিন্ডিকেট যেখানে তাদের উদ্দেশ্যই মোটর সাইকেল চুরি সহ বিভিন্ন অসামাজিক কাজ করা । পিবিআই কর্মকর্তা সন্তোষ চাকমা সহ সকল প্রশাসনের নিকট অনুরোধ থাকবে এই দুইজন যে সিন্ডিকেটের সাথে জড়িত তাদের সকলকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি নিশ্চিত করা ।