সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ভান্তে নামধারি মানুষ গুলো ধর্মগুরু নয়! এরা হচ্ছে পাহাড়ি নারী ধর্ষনকারী।

সোহেলী ত্রিপুরা আসলে এই ভান্তে নামধারি মানুষ গুলো কখনো ধর্মগুরু ছিলনা। এরা হচ্ছে পাহাড়ি নারী ধর্ষনকারী। এদের কাজ হচ্ছে পাহাড়ি সহজ সরল মেয়েদের ধর্মের নাম দিয়ে দেহ ভোগ করা। একটা কথা বুঝতে হবে সে যে ধর্মেরই হোক তার শরিরে রক্ত মাংস আছে। অথছ ভান্তেরা ধর্মেের কথা বলে, কিন্তু কেউ ভাবছে না তার যৌবনটা কি হারিয়ে গেছে? অথছো ভান্তেরা একাধীক মেয়ের দেহ ভোগ করার জন্য বিয়ে করেনা। না তাহলে কেনো আমার বোন আমার মেয়ে তার কক্ষে একা পাঠাবো ধর্ষিত হতে? সে ভান্তে তার শরিরেও সে যৌবনটা আছে। তাহলে সে একা পেলে একটা মেয়েকে কেনো ধর্ষন করবে না এ কথাটি কেনো পাহাড়ি জনগণ বুঝে না আমার মাথায় আসেনা। আর পাহাড়ি জনগণ বেকুব বলে তাদের সুন্দরি মেয়েদের এ ভান্তে দিয়ে যৌবনের চাহিদা মিটায়। যাকে বলা হয় ধর্ষন। আর একটি বিষয় সেটি হচ্ছে তারা নাকি নিজেকে ধর্ম গুরু ভাবে?

যে সব পাহাড়ি ভাই এই লেখাটি পড়ছেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন এবং না হলে যুক্তি দিয়ে উওর দিবেন? বাংলাদেশ স্বাধীন একটি দেশ সেখানে জেএসএস, ইউপিডিএফ তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে মুলত এ সহজ সরল পাহাড়িদের মাথা বিক্রি করে হত্যা গুম ধর্ষন চাঁদাবাজি করা। এখন আমি যদি প্রশ্ন করি অমানুষ শন্তুলারমা কিংবা প্রসিত খিসা, এরা আজ এ মুহুর্ত পর্যন্ত আপনাদের জন্য কি করেছে? উত্তর একটাই তারা আপনাদের মাথা বিক্রি করে আপনাদের থেকেই চাঁদা নিচ্ছে এবং আপনাদের সুন্দরি মেয়ে কিংবা কারো বোন এদেরকে এনে দিনের পর দিন একাধিক উপজাতি সন্ত্রাসীরা মিলে ধর্ষন করেছে , এখন পাহাড়ি নামক ভাইদের কাছে আমার প্রশ্ন?? আপনারা কি আপনাদের সুন্দরি মেয়ে কিংবা বোনদের তাদের ধর্ষনের জন্য জন্ম দিয়েছেন? না ভালোভাবে ইজ্জতের সহিত বাঁচতে জন্ম দিয়েছেন? অবশ্যই যানাবেন? যদি ভালোভাবে বাঁচার জন্য জন্ম দিয়ে থাকেন তা হলে আপনাদের সুন্দরি মেয়ে গুলো কেনো গণ হারে ধর্ষিত হচ্ছে? কেনোই বা অস্ত্রের মূখে জিম্মি হচ্ছে? আর আপনারা নিজেরা মদ খেয়ে পাগল হয়ে মেয়ে কে তুলে দিচ্ছেন ধর্ষিত হবার জন্য আর সন্ত লার্মা ও তারা হাতেগনা কিছু নেতা তার সুফল ভোগ করছে? কিন্ত কেনো? আপনারাই বা কেনো এ সুযোগ করে দিচ্ছেন? আজ এটা স্বাধীন বাংলাদেশ আজ এটা স্বাধীন হয়েছিলো বলে আপনারা শত শত স্কুল কলেজ শত শত কিঃমিঃ পাকা রাস্তা দূর্গম পাহাড়ে বিদুৎ পাচ্ছেন।আর সন্ত নামধারি লোকগুলো আপনাদের কষ্টের টাকা গুলো শোষন করছে, পাশাপাশি আপনার সুন্দরি মেয়েকে রাতের পর রাত ধর্ষন করছে একাধিক ব্যাক্তি কিন্ত কেনো দিচ্ছেন আপনারা? পরিশেষে যে সব পাহাড়ি মেয়ে বন্ধু এই লেখাটি পড়েছ কিংবা দেখছো তাদের প্রতি আমার একটাই কথা তা হচ্ছে তোমারা মেয়েরা কেনই বা তোমাদের বাবা কিংবা ভাইদের ভুল সিদ্ধান্তের কারনে তোমার সে ইজ্জত বিলিয়ে দিচ্ছো? তারা তোমার সুন্দর শরিরটা ভোগ করার জন্য অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে, বাস্তবে যারাই শরির বিলিয়ে দিয়েছো তারা কি বুকে হাত দিয়ে বলতে পারবে তোমরা লাভমান হয়েছো, বলতে পারবে না, পারলে অবশ্যই উত্তর দিবে, আর না হয় পরামর্শ নিবে কি ভাবে ইজ্জতের সহিত বাঁচবে।
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]