সুপ্রিয় চাকমা শুভ: পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর বাধার কারণে পাহাড়ে উপজাতিরা আওয়ামীলীগ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, রাঙামাটি আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার। গ্রেনেড হামলাকারীদের ফাসি চাই এই স্লোগানকে সামনে রেখে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভাতে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিকে বিশ্বাস করে পার্বত্য অঞ্চলে পাহাড়ি-বাঙ্গালী মিলে-মিশে বসবাস করে অসাম্প্রদায়িক রাজনীতি করে যাচ্ছে। যা পার্বত্যবাসীর গেীরবের বিষয়। তিনি আরোও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার বার বার ক্ষমতায় থাকাতে বাংলাদেশ তথা পার্বত্য অঞ্চলে শিক্ষা, সংস্কৃতি, দারিদ্র বিমোচন হ্রাস, রাস্তা-ঘাট সংস্কার ও নির্মান সহ বিভিন্ন উন্নয়ন সাধন সম্ভব হয়েছে। তিনি আরোও বলেন, সামনে জাতীয় নির্বাচনে পার্বত্য অঞ্চলে যাহাতে সুষ্ঠ নির্বাচন হয় সেজন্য পার্বত্য অঞ্চল থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।
তা না হলে পার্বত্য অঞ্চলে কখনও সুষ্ঠ নির্বাচন আশা করা যাবে না।
তা না হলে পার্বত্য অঞ্চলে কখনও সুষ্ঠ নির্বাচন আশা করা যাবে না।
রাঙামাটি জেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগ, পৌর, সদর উপজেলা ও সহযোগী সংগঠন সমূহের আয়োজনে ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ ঘটিকার সময়ে রাঙামাটি পৌর প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিল বাহির করে রাঙামাটি প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।এছাড়া প্রতিবাদ সভাতে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, রাঙামাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর সহ রাঙামাটি পার্বত্য জেলা আওয়ামী লীগ,পৌর ,সদর উপজেলা ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]