খাগড়াছড়ির মহালছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো সন্ত্রাসীকে আটক করতে না পারলেও আমেরিকার তৈরি একটি অত্যাধুনিক কোল্ট রাইফেল, ফ্রান্সের তৈরি একটি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি উদ্ধার হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে চারটার দিকে উপজেলার লেমুছড়ি এলাকা থেকে এসব অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও নাশকতার পরিকল্পনা করার লক্ষে্য তাদের একটি গোপন আস্তানায় অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে মহালছড়ি সেনা জোন হতে একটি অভিযান দল লেমুছড়ি এলাকায় ওই সন্ত্রাসী দলের বিরুদ্ধে অভিযান শুরু করে।
পরে ভোর সাড়ে ৪টার দিকে সন্ত্রাসীদের আস্তানার কাছাকাছি পৌঁছলে সন্ত্রাসীরা অভিযান দলকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এ সময় নিরাপত্তাবাহিনীও পাল্টা গুলি ছুড়ে। তবে স্থানীয় জনসাধারণের জানমালের ক্ষয়-ক্ষতির কথা বিবেচনা করে নিরাপত্তা বাহিনী এক পর্যায়ে তাদের ফায়ার বন্ধ করে। এ সুযোগে সন্ত্রাসীরা দুর্গম পাহাড়ি এলাকার ভেতরে পালিয়ে যেতে সক্ষম হয়।
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]