সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

মুসলমানদের উপর বড় ধরনের হত্যাযজ্ঞ চালাতে সরিয়ে নিচ্ছে অমুসলিমদের !

আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান হত্যাকান্ডের চেয়ে বড় ধরনের হত্যাযজ্ঞ চালানোর প্রস্তুতি নিচ্ছে বার্মার সরকারি বাহিনী । এরই অংশ হিসেবে আরাকান থেকে সরিয়ে নেয়া হচ্ছে অমুসলিমদের । রাখাইন গ্রাম থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে । রয়েটার্সের এক প্রতিবেদনে বার্মার সমাজ কল্যাণ, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী উইন মাইয়াতের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, গত শনিবার রাখাইন (আরাকান) থেকে চার হাজার নাগরিককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। কিন্তু কেন সরিয়ে নেয়া হচ্ছে তা পরিষ্কার করেননি মন্ত্রী । অমুসলিম সরিয়ে নেয়ার কার্যক্রম আজ রবিবারও চলেছে । ফলে ধারণা করা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে বড় ধরনের কোন হত্যাযজ্ঞের প্রস্তুতি নিচ্ছে সরকার । কারন জননিরাপত্তার কথা বিবেচনা করে সরিয়ে যদি নিতেই হয়, তবে সাধারণ মুসলমানদেরকেও নিতে হতো । কিন্তু সরকার শুধুমাত্র অমুসলিমদের সরিয়ে নিচ্ছে ।

এদিকে ২৪ আগস্ট দিবাগত রাতে সেনাদের কিলিং অপারেশনের প্রস্তুতির সময় রোহিঙ্গা স্বাধিকার আদায়ের আন্দোলনকারীরা বাঁধা প্রয়োগ করলে, প্রশাসন ক্ষিপ্ত হয়ে রোহিঙ্গাদের উপর বর্বরতা শুরু করে । গত তিন দিনে মংডু, বুথিদং ও রাথিদং-এলাকার প্রায় ১ হাজার রোহিঙ্গা হত্যার শিকার হয়েছে । আহত হয়ে আশংকাজনক অবস্থায় রয়েছে পাঁচ হাজারেরও বেশি রোহিঙ্গা । এছাড়া উদ্বাস্তু হয়ে পাহাড়-পর্বত ও বাংলাদেশ সীমান্তে অবস্থান করছে প্রায় পঞ্চাশ হাজার । সেখানে একের পর এক রোহিঙ্গা গ্রামে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়া হচ্ছে বসতঘর । মানুষের পাশাপাশি গবাদিপশুও হানাদার বাহিনীর নৃশংসতা থেকে রক্ষা পাচ্ছেনা ।
হাসান হাফিজ, আরাকান টিভি