সোমবার, ২৮ আগস্ট, ২০১৭

মংডুর ধুংচি পাড়ায় সৈন্যদের মর্টার নিক্ষেপ, জ্বলছে রোহিঙ্গা পল্লী !

২৪ আগস্ট দিবাগত রাত থেকে বর্মী সেনাবাহিনীর শুরু করা রোহিঙ্গা কিলিং অপারেশন এখনো অব্যাহত রয়েছে । আজ সোমবার ভোর থেকে মংডুর দক্ষিণ পূর্বে রাথিদং সংলগ্ন এলাকার ধুংচি পাড়া ইউনিয়নের চারটি রোহিঙ্গা গ্রামে একের পর এক মর্টার নিক্ষেপ করছে । এতে করে আগুন ধরে পুড়ে যাচ্ছে ধুংচি ইউনিয়নের মংচিঘোনা, বড়পাড়া, পূর্বপাড়া ও কুয়েশ্চাং রোহিঙ্গা পল্লী । এদিকে গ্রামগুলোর রোহিঙ্গারা প্রাণ বাঁচাতে দিক-বিদিক ছুটে পালাচ্ছে । হানাদার বাহিনী কামানবাহী ট্যাংকার থেকে গোলা নিক্ষেপ করতে করতে ক্রমশই রোহিঙ্গা পল্লীর দিকে এগিয়ে যাচ্ছে বলে সূত্র জানিয়েছে ।
আরাকান টিভি :