বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

গুইমারায় বাঙ্গালি ছাত্রপরিষদ কর্মীর লাশ উদ্ধার, গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার অন্তর্গত তৈকর্মা এলাকায় পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ কর্মী ভাড়ায় মোটর সাইকেল চালক রবিউল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে গুইমারা উপজেলার তৈকর্মা এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত রবিউল ভাড়ায় মোটর সাইকেল চালক। দুই দিন আগে সে মোটর সাইকেল সহ নিখোজ হয়। পরে রবিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার তৈকর্মা এলাকায় ধান ক্ষেতে তার লাশ দেখতে পায় স্থানীয় জনসাধারণ। পরে পুলিশ কে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার সত্যতা স্বীকার করে, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের উল হক জানান, নিহত রবিউলের লাশটি দুপুর একটার দিকে উদ্ধার করা হয়েছে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।

পার্বত্য নাগরিক পরিষদের দপ্তর সম্পাদক খলিলুর রহমান সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা এবং পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইঁয়া ও পিবিসিপি এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাদাৎ ফরাজি সাকিব বলেন,নুরুল ইসলাম নয়নের রক্তের দাগ শুঁকাতে না শুঁকাতেই আবারো মায়ানমার থেকে অনুপ্রবেশকারী বৌদ্ধ উপজাতি সন্ত্রাসী কর্তৃক মুসলমান বাঙ্গালীর হত্যায় মেতে উঠেছে।

১২/০৯/২০১৭ ইং রোজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সিন্ধুকছড়ি ইউনিয়ন তৈয়কারমা নামক স্থানে একটি মটরসাইকেল সহ রবিউল নামে একজন বাঙ্গালীর লাশ পাওয়া গেছে। তিনি পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের গুইমারা উপজেলার নিবেদিত একজন একনিষ্ঠ কর্মী। নিহত রবিউলের বাড়ি গুইমারা উত্তর হাজীপাড়া।

বিবৃতিতে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির দাবীতে আগামী ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। এর মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না করলে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্ছারণ করা হয়।