Ahmed Aman Masud নামের ফেইজ বুক আইডিটি কোন বাঙালীর নয়।তিনি একজন বাঙালী নামধারী উপজাতি চাকমা। যিনি পার্বত্য চট্টগ্রামে বসতিস্থাপনকারী বা সেটেলার? তার ফেইজ বুক আইডি www.facebook.com/biplob1972 । সে অনেকের ফেইজ বুক আইডি এবং ফেইজ বুক পেইজ নষ্ট করেছে। এই আইডিটি পাহাড়ি বাঙালীর মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর কাজে ব্যস্ত থাকে এবং বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনী ও বাঙালীদের নিয়ে সর্বদা উস্কানিমূলক পোষ্ট করা হয়। CHT-jummaland পেইজের এডমিন। তাই সকলে Ahmed Aman Masud নামের ফেইজ বুক আইডিটি থেকে সাবধান থাকুন।