রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

র‌্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযানে ২৫ টি অস্ত্র ও গুলিসহ ৪ জন আটক


ফুল ঝাড়ুর বান্ডিলের ভিতরে অস্ত্র রেখে পাচার করার সময় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম রোয়াজা পাড়ায় গত বৃহস্প্রতিবার সন্ধায় সেনাবাহিনী ও র‌্যাব-৭ এর অভিযান চালিয়ে ২৫টি দেশীয় তৈরি অস্ত্র ও ২ হাজার ২৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় র‌্যাব ও সেনাবাহিনী ৪ জনকে আটক করে। ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধা হতে গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর লেঃ কমান্ডার আশেকুর রহমান। আটককৃতরা হল, চাইনুং মারমা (৩৬) পিতা- মংচিহ্লা মার্মা, তুইসা মং (৩৬), পিতা- উছা মার্মা, মিফং মার্মা (৪১) পিতা- মৃত চিংফুয়াং মার্মা ও এক্য মার্মা (৪০) পিতা- ছাহ্লাচিং মার্মা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ত্রিশডেবা বড় মার্মা পাড়া এলাকার বাসিন্দা।

অভিযানে অংশে নেওয়া র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক সাহেদা সুলতানা (এএসপি) শুক্রবার বলেন, দীর্ঘদিন যাবত লামা উপজেলার দূর্গম বনফুর ও রোয়াজা পাড়া এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাচালান, মানুষ অপহরণ ও মানুষ আটক করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ঘটে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এ এলাকাটিতে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষন বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়াস্থ দূর্গম পাহাড়ী এলাকায় সংঘবদ্ধ একটি অস্ত্র ব্যবসায়ী অস্ত্রপাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গুলি নিয়ে ফুল ঝাড়ুর ভিতরে করে অবস্থান করছে। এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি বৃহস্প্রতিবার সন্ধায় সেনাবাহিনীর আলীকদম জোন ও র‌্যাব-৭, চট্টগ্রাম যৌথ অভিযান পরিচালনা করে ২৫টি অস্ত্র (১৪টি এসবিবিএল এবং ১১ টি ওয়ানশুটার গান) ও ২ হাজার ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ফুলের ঝাড়ুর বিতরে বান্ডিলে করে পাচার করার সময় হাতেনতে ৪ ব্যাক্তিকে আটক করা হয়।

এ ব্যাপারে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, চট্রগ্রাম র‌্যাব-৭ এর একটি টিম ও সেবাহিনীর আলীকদম জোনের নেতৃত্বে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ের ১নং ওয়ার্ডের রোয়াজা পাড়ায় গত বৃহস্প্রতিবার সন্ধায় অভিযান চালিয়ে অনেক অস্ত্র ও গুলি উদ্ধারসহ ৪ জনকে আটক করে। র‌্যাব শুক্রবার সন্ধায় থানায় উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতদের নিয়ে আসে। মামলার প্রস্তুতি চলছে।

এস.কে খগেশপ্রতিচন্দ্র খোকন, লামা


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]