রবিবার, ১১ মার্চ, ২০১৮

রাজাকার পুত্র দেবাশীয় রায় ও তার স্ত্রী ইয়েনে’র বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি অভিযোগ


স্বীকৃত যুদ্ধাপরাধী ত্রিদিব রায়ের পুত্র ব্যারিস্টার দেবাশীষ রায় ও তার পত্নী ইয়েন ইয়েন’র বিরুদ্ধে কথিত ধর্ষণ নাটক সাজিয়ে পার্বত্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অভিযোগ করেছে বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।শনিবার (১০মার্চ) সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলন থেকে এ অভিযোগ করে সংগঠনটির নেতৃবৃন্দ। সাংবাদিক সম্মেলনে পার্বত্য চট্টগ্রামে ধর্ষণ খুন গুম অপহরণ চাঁদাবাজি বন্ধ ও যুদ্ধাপরাধী ত্রিদিব রায়ের নামে থাকা নাম ফলক মুছে ফেলে আদালতের রায় কার্যকর করার দাবি জানানো হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এমএম মাসুম রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হোসেন। সাংবাদিক সম্মেলনে অভিযোগ করা হয়, রাঙামাটিতে মারমা সম্প্রদায়ের দুই তরুনী সাংবাদিক সম্মেলন করে নিজেরা ধর্ষিত হয় বলে দাবি করলেও ব্যারিস্টার দেবাশীষ রায় ও তার পত্নী ইয়েন এবং তাদের সমর্থিত সশস্ত্র পাহাড়ি সংগঠনগুলো সুপরিকল্পিতভাবে ধর্ষণের নাটক সাজানো চেষ্টা করছে।

বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা উল্লেখ করে সাংবাদিক সম্মেলনে বাঙালি ছাত্র পরিষদ প্রতিনিয়ত পাহাড়ে সন্ত্রাসীদের হাতে অসংখ্য পাহাড়ি শিশু-নারীকে অপহরণ করে ধর্ষণ, খুন হলেও কথিত মানবাধিকার সংগঠনগুলো নিরব ভূমিকা পালন করছে বলেও অভিযোগ করেন।


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]