বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে ভারতের প্রাপ্তি স্বাধীনতা উত্তর ভারত বাংলাদেশের সম্পর্ক পর্যালোচনা করতে হলে আমাদেরকে প্রবাসী সরকারের সাথে করা সমঝোতা চুক্তিকেই সামনে রাখতে হবে।কারণ সেটিই ভারতীয়দের মূল দলিল ও দাবী।ভারতের বাংলাদেশ নীতি যে এখনো ঐ চুক্তিকে কেন্দ্র করেই সেটা আমরা হয়ত অনেকেই এখন বুঝতে পারছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হিসেব মতে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ১ হাজার ৯৮৪ জন ভারতীয় শহীদ হয়েছেন। এর মধ্যে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর ১ হাজার ৭৬৯ জন, নৌবাহিনীর ২০৪ জন এবং বিমানবাহিনীর ১১ জন শহীদ।এই সংখ্যা ধরেই তাদেরকে ৫ লাখ রুপি করে সম্মাননা দেয়ার সীদ্ধান্ত নিয়েছে সরকার। (প্রথম আলো, মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদঃ ৫ লাখ রুপি করে পাচ্ছে ১৭০০ পরিবার, ২১ নভেম্বর ২০১৬)
এই জীবন দানের মাধ্যমে ভারত তার চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করে মানসিক ভাবে, আর্থিকভাবে এবং চেতনার দিক থেকে এবং অর্জন করে বিজয়।আর আমরা বাংলাদেশ অর্জন করি একটি স্বাধীন রাষ্ট্র।ভারতের কাছে এই বিজয় কেবলই মানসিক আনন্দেরই ছিলনা, ছিল প্রতিশোধও।আর্থিকভাবেও তাঁরা পাকিস্তান থেকে ক্ষতিপূরণ নেয়। ভারতীয় অফিসিয়াল হিসেবে মোতাবেক পাকিস্তানের কাছ থেকে ভারত সর্বমোট ৫৪৩ কোটি ৫১ লাখ ১৪ হাজার দুইশত চুরান্নব্বই রুপি ক্ষতিপূরণ আদায় করে [ Official 1971 War history, History Division, Ministry of Defence, Government of India, copy right BHARAT RAKSHAK, 1992, available at http://www.bharat-rakshak.com/archives/OfficialHistory/1971War/ (last accessed 13/06/2016)]
পাকিস্তান থেকে পাওয়া ভারতের ক্ষতিপূরণ (Official 1971 War history, History Division, Ministry of Defence, Government of India, copy right BHARAT RAKSHAK, 1992,
লেখক: আনোয়ার মোহাম্মদ, উৎস: মূলধারা বাংলাদেশ
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:
·
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস
ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত
বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও
সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও
প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম
জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায়
শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে
ক্ষুদ্রতম এক প্রয়াস]