বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

কনকনে শীতে গরম কাপড় ও ঔষুধপত্র দিয়ে সেনাবাহিনী মহত্বের পরিচয় দিয়েছে : চাইন্দাউ মারমা

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বীরঙ্গণা চাইন্দাউ মারমা বলেন, এ যাবত আমাদের দেখার কেউ ছিলো না।কিন্তু আজ এই কনকনে শীতে গরম কাপড় ও ঔষুধ পত্র দিয়ে সেনাবাহিনীরা মহত্বের পরিচয় দিয়েছেন এবং তিনি সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মহালছড়িতে ৭১ এর পাক হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত দুই বীরঙ্গনাকে শীতবস্ত্র বিতরন করলেন করেছে মহালছড়ি সেনাজোন কর্তৃপক্ষ। দুই বীরঙ্গনাকে মহালছড়ি জোনের পক্ষে শীত বস্ত্র বিতরণ করেছেন মাষ্টার ওয়ারেন্ট অফিসার মো: ইউনুছ আলী। মহালছড়ি উপজেলার থলিপাড়া গ্রামের বাসিন্দা চাইন্দাউ মারমা (৭৫) ও একই উপজেলার বাবু পাড়া গ্রামের বাসিন্দা হ্লা ম্রোসং মারমা (৭৩) দীর্ঘদিন যাবত বৃদ্ধাবস্থায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে অসহায় অবস্থায় অর্ধাহারে অনাহারে থেকে দিনাতিপাত করে আসছে। এদের করুণ পরিণতি অবস্থার কথা জেনে অসুস্থ চাইন্দাউ মারমার বাড়িতে গিয়ে মহালছড়ি জোন শীতবস্ত্র ও বিনামূল্যে ঔষুধ বিতরণ করেছেন।
উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মহালছড়িতে পাক হানাদার বাহিনী কর্তৃক নির্যাতিত হন তৎকালীন সময়ের মারমা সম্প্রদায়ের সুন্দরী যুবতী দুই নারী চাইন্দাউ মারমা ও হ্লা ম্রােসং মারমা।

লেখক: মিল্টন চাকমা, মহালছড়ি।


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]