বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

পাহাড়ে সেনা শাসন নয়, চলছে আঞ্চলিক দলের অস্ত্রবাজী ও চাঁদাবাজীর শাসন : দীপংকর তালুকদার

 পার্বত্য অঞ্চলে সেনা শাসন নয় আঞ্চলিক দল গুলোর অস্ত্রবাজী ও চাঁদাবাজীর শাসন চলছে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন দলের নেতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ৷ তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের উপর আঞ্চলিক সংগঠন গুলো যে ভাবে শাসন চালাচ্ছে এই শাসন পার্বত্য অঞ্চলের সেনা শাসনের চাইতেও করুন হয়ে দাঁড়িয়েছে ৷ পাহাড়ের সাধারণ মানুষ আজ তাদের অত্যাচারে নির্যাতনে নিষ্পেষিত
হয়ে আছে ৷ এই মানুষ গুলোকে তাদের অত্যাচার নির্যাতন থেকে মুক্ত করতে আওয়ামীলীগ নেতাকর্মীদের মাঠে কাজ করার আহবান জানান ৷ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ৷
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মুছা মাতব্বর, কাউখালী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগে সাবেক সাধারণ সম্পাদক জাফর আলী, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন বক্তব্য রাখেন ৷
সভায় রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু, সবির চাকমা, জ্ঞান বিকাশ চাকমা সহ রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ৷
ক্ষমতাধর নেতা দীপংকর তালুকদার বলেন, পার্বত্য অঞ্চলে আওয়ামীলীগের উন্নয়ন দেখে আঞ্চলিক দল গুলোর মাথা খারাপ হয়ে গেছে ৷ তার কারণে উপজাতীয় লোকদেরকে আমাদের কোন কর্মকান্ডে আসতে দিচ্ছে না ৷ আওয়ামীলীগ যে কোন অনুষ্ঠানের আয়োজন করলে উপজাতীয় গ্রাম গুলোতে অস্ত্রের মহড়া দিয়ে লোকজনকে হুমকী প্রদর্শন করছে ৷ তিনি আক্ষেপ করে বলেন, এই গুলো করে কি লাভ সাধারণ জনগন আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ৷ তারা অনুষ্ঠান স্থলে আসতে না পারলে কি হবে তাদের মন প্রাণ পড়ে রয়েছে আমাদের কাছে ৷ পরে অতিথিবৃন্দরা ফলক উন্মোচন করে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের উদ্ধোধন করেন ৷


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]