নাগরিক সংলাপে দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম ছাড়া পৃথিবীর আর কোথাও উচ্চ শিক্ষার বিরোধীতা হয়নি ‘পৃথিবীর কোথাও এমন কথা কোথাও শুনি নাই, যেখানে শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের জন্য কেউ বিরোধীতা করে। কিন্তু এটা পার্বত্য চট্টগ্রামে হয়েছে, মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য চরম বিরোধীতা করেছে একটি গ্রুপ। যার জন্য শেষ পর্যন্ত প্রশাসন কারফিউ দিতে বাধ্য হয়েছিলো। যারা এই এলাকার মানুষকে পিছিয়ে রাখতে চায়, তারাই এসব কাজ করে।’ পিপিআরসি ও রাঙামাটি পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত ‘হেলদি বাংলাদেশ’ এর জেলা পর্যায়ের প্রেরণা কর্মসূচীর আওতায় নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এসব কথা বলেছেন করেন।
নাগরিক সংলাপে সভাপতিত্ব করেন রাঙামাটির পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, পিপিআরসি’র প্রতিনিধি মোরসালিন ইসলামসহ বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন স্তরের সাধারণ জনগণ। রবিবার রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
দীপংকর তালুকদার আরো বলেন, কাপ্তাই লেক এতো দ্রুত দূষল হচ্ছে তা অকল্পণীয়। কাপ্তাই লেকের কারণে ৮ উপজেলার সাথে রাঙামাটির যোগাযোগের একমাত্র মাধ্যম লঞ্চ। এই লঞ্চের পয়নিষ্কাসন করছে হাজার হাজার মানুষ।তিনি আরো বলেন, সরকার স্বাস্থ্য সেবার জন্য ক্লিনিক করেছেন রাঙামাটিতে ৯৫টি ক্লিনিকে প্রতিমাসে প্রায় ৩০ হাজার মানুষ স্বাস্থ্য সেবা নিচ্ছে। সরকারের দিকে চেয়ে থাকলে হবে না। আমাদের কাজ হবে গণ সচেতনতা তৈরি করা।
রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, অনেক এনজিও পার্বত্য অঞ্চলে কাজ করে, সেই সকল এনজিওদের অত্র এলাকায় কাজ করার আগে অবশ্যই তার কাজের তালিকায় শিক্ষা ও স্বাস্থ্য বিষয় অগ্রাধিকার দিতে হবে। কারন এনজিওগুলো প্রত্যান্ত অঞ্চলে যেহেতু কাজ করে সে ক্ষেত্রে তারা প্রত্যান্ত অঞ্চলের মানুষকে শিক্ষা ও স্বাস্থ্যা সেবা নিশ্চত করা যাবে।
রাঙামাটির সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার বলেন, আমরা বুয়েট টিমের সাথে কথা বলেছি, তারাও সদর হাসপাতালটি সরেজমিনে দেখেছেন। তারা বলেছেন ফাটল ভবনটি ব্যবহার কার যাবে। তাদের ফাইনাল রিপোর্ট পেলে আমরা ভবনটি ব্যবহার শুরু করবো। তিনি আরো বলেন, স্বাস্থ্য সেবা দিয়ে আমরা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছি। ম্যালিরিয়ার অবস্থা স্থিতি আছে কিন্তু আমরা একে কমানোর জন্য কাজ করে যাচ্ছি।
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতাল ও কলেজলে কিভাবে সম্প্রসারণ করা যাই সেটি নিয়ে কাজ কওে যাচ্ছি। রাঙমাটিতে ২৫০ বেডের হাসপাতালের জন্য অনুমোদন হয়ে আছে এবং মেডিকেল কলেজের জন্য ৫০০ বেডের হাসপাতাল অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করছি এইসব কাজ হয়ে গেলে অত্র জেলার মানুষকে আর অন্য কোথাও নিয়ে স্বাস্থ্য সেবা নিতে হবে না।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, আমরা যেই সেবা পাই তা সহজলভ্য ও সাথে সাথে মান সম্মত হতে হবে। আমাদের ব্যয় ক্ষমতার মধ্যে তা থাকতে হবে। আমাদের কাজ হলো স্বাস্থ্যে বিষয়টি শুধু হাসপালের বিষয় বা ডা. বিষয় না। যদি আপনি স্বাস্থ্যবান হন তাহলে তো আপনাকে আর ডা. কাছে যেতে হবে না। যদি আমাদের আশপাশটি যদি পরিস্কার থাকে তাহলে আপনি এমনিতেই সুস্থ্য থাকবেন। রাঙামাটি শহরের পরিস্কার পরিচ্ছন্ন নিয়ে তিনি খুবই আনন্দিত হয়ে বলেন, অন্যান্য শহরের তুলনায় রাঙামাটি অনেকটা পরিস্কার লাগছে। যদি পরিচ্ছন না থাকে তাহলে অসুখ বিসুখ লেগেই থাকবে। তাই সকলকে বোঝাকে হবে আপনি যেখানে থাকেন সেই এলাকাটি যদি পরিস্কার থাকে তাহলে আপনি সুস্থ্য থাকতে পারবেন।
জিয়াউল জিয়া
·
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:
·
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস
ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত
বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও
সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও
প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম
জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায়
শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে
ক্ষুদ্রতম এক প্রয়াস]

