বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০১৮

পাহাড়ে উপজাতি সন্ত্রাসীদের চাঁদা আদায়ের শতাধিক আইটেম


সিএইচটিলাইভ২৪.কম- পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় দেশদ্রোহী সন্ত্রাসীরা প্রতিনিয়ত পাহাড়ি বাঙ্গালী সহ সর্বসাধারণ থেকে জোর পূর্বক চাঁদা অাদায় করে। চাঁদার টাকা দিয়ে তাদের সন্ত্রাসী কর্মকান্ড বৃদ্ধি সহ সংগ্রহ করে অাধুনিক সকল অস্ত্রসস্ত্র। জনজীবনে প্রয়োজনীয় সকল অাইটেম থেকে চাঁদা সংগ্রহ হয়। অপহরণ, হুমকি, বর্বরোচিত নির্যাতন করে তাদের দাবিকৃত চাঁদা অাদায় করে থাকে। সন্ত্রাসীদের ভয়ে পার্বত্য চট্টগ্রামের ১৮ লাখ পাহাড়ি বাঙ্গালী। সন্ত্রাসীদের চাঁদা অাদায় সহ অপকর্মের বিরুদ্ধে কেউ মুখ খুললে তার শাস্তি মৃত অনিবার্য। একাদিক গোপন সুত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামে ডিসি,এসপি, ইএনও’র বাসভবন নির্মাণে সন্ত্রাসীরা টিকাদারের মাধ্যমে বাজেটের ৫% হিসেবে চাঁদা অাদায় করে। জেলা ও উপজেলা ভিত্তিক পুলিশের থানা কোয়াটার নির্মাণে ও ৫% চাঁদা অাদায় করে। পার্বত্য চট্টগ্রামের ১টি থানা নির্মাণের সময় ৪৫ লাখ টাকা চাঁদাবাজি করে সন্ত্রাসীরা। এবং ১টি ইএনও’র বাসভবন নির্মাণের সময়ে চাঁদা অাদায় করেছে ১৪ লাখ টাকা। নিরাপত্তার কারণে থানা ও ইউএও’র বাসভবনের নিদিষ্ট তথ্য সমূহ উল্লেখ্য করা সম্ভব্য হয়নি।
চাঁদা অাদায়ের অাইটেম সমূহ
বন্যা শুয়ার বিক্রি, জমি বিক্রি, জমিতে চাষাবাদ, অাদা, হলুদ, অানারস, লিচু, অাম বাগান, কাঠাল বাগান, কাঠাল প্রতি পিস, পুকুরে মাছ চাষ, পাহাড়ের বাগান বিক্রি, ট্রাক্টর চালক, রাইসমিল, স’মিল, পানি সরবরাহের মোটর, ভাড়া চালিত মোটর সাইকেল, জীপগাড়ি, ট্রাক, ড্রাম ট্রাক, যাত্রাবাহী বাস, মালবাহী গাড়ি, ট্রলার, মাছ ধরার নৌকা, বাগান বাড়ি, হোটেল, দোকান, যানবাহন মালিত সমিতি, চালক সমিতি, মোবাইল টাওয়ার কোম্পানি, মার্কেটিং কোম্পানি, রিক্সা, সিএনজি, প্রকল্প, টিকাদার, বড় টেন্ডার, সরকারি বাজেট, স্কুল শিক্ষক, সরকারি চাকরিজীবী, রাস্তা, সেতু নির্মাণ, কালভার্ট, বিল্ডিং, স্কুল, কলেজ, মাদ্রাসা, সাহায্য কেন্দ্র, প্রশাসনিক অবকাঠামো, সেগুন গোল, সেগুন রদ্দা, গামারী গোল, গামারী রদ্দা, লালি গোল, লালি রদ্দা, মুলি বাঁশ, বাইজ্জা বাঁশ, কেসকি জাল, কেসকি জাল ছোট, ধর্ম্ম জাল, টেংরা জাল, কুত্তা জাল, ভাসা জাল, টেইনাজাল, লই জাল, নাইট জাল, কাছিম জাল, বড়শি, উচ্চবিত্ত পরিবার, মধ্যবিত্ত পরিবার, নিম্নবিত্ত পরিবার, প্রতি কলার ছড়ি, গরু বিক্রি, ছাগল বিক্রি, টিউবওয়েল, ডিসি, এসপি, ইএনও’র বাসভবন ও জেলা উপজেলা ভিত্তিক থানা পুলিশ কোয়াটার নির্মাণ থেকে। সকল ব্যবসা করা ব্যক্তি মাসিক, বাৎসরিক চাঁদার টোকেন সংগ্রহ করে পাহাড়ে জীবিকা নির্বাহ করতে হয়। সন্ত্রাসীদের নির্যাতনে জনজীবন বিপন্ন পার্বত্য চট্টগ্রাম।

লেখক: কিশোর মাহমুদ


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]