রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

পাহাড় নিয়ে অপপ্রচারের মুল হোতা কে এই ‘রাজাকার পুত্র দেবাশীষ’?


নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান তিন সার্কেল চীফ বা কথিত রাজাদের মধ্যে বিতর্কিত সার্কেল চিফ হলেন রাঙামাটির ৫১তম চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রয়। ১৯৭২ সালে বাংলাদেশে প্রণীত দালাল আইনে তালিকাভুক্ত আত্মস্বীকৃত কুখ্যাত রাজাকার,স্বাধনিতা বিরোধী ও যুদ্ধাপরাধী ত্রিবিদ রয়ের পুত্র হয়েও রাঙামাটি অঞ্চলের সার্কেল চিফ হওয়া নিয়ে সৃষ্ট পুরনো বিতর্ক ছাড়াও পার্বত্য অঞ্চলকে নিয়ে তার বিভিন্ন ষড়যন্ত্র ও অপতৎপরতার কারনেও দেবাশীষ রয় সব সময়ই বিতর্কিত ও সমালোচীত। আমাদের পার্বত্যাঞ্চল নিয়ে নানা কারণে আগ্রহী বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে অপপ্রচারে দেবাশীষ রায়ের সম্পৃক্ততা নিয়ে অনেক আগে থেকেই অভিযোগ ছিল। পার্বত্য চট্টগ্রামের কল্পিত গণহত্যা এবং অন্যান্য বিষয়ে অপপ্রচারের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। পার্বত্য অঞ্চলকে অশান্ত করতে বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকে পৃষ্ঠপোষকতা এবং দেশে-বিদেশে পার্বত্যাঞ্চলের প্রকৃত অবস্থা আড়াল করে নানা অপপ্রচারের মাধ্যমে বিশ্বজনমত গঠনে যেসব ব্যক্তি এবং সংগঠন এর নাম আসে তার মাঝে দেবাশীষ রয় অন্যতম।

এমনি একটি অপপ্রচার প্রসঙ্গে গত ২০১১ সালের ১২ জুলাই দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত এক কলামে ড. ফেরদৌস আহমদ কোরেশী লিখেছিলেন,”৮০’র দশকের শেষ দিকে একদিন বিবিসি বাংলা বিভাগে কাজ করছি। ইংরেজিতে পাঠানো সংবাদ কিছু কাটছাঁট করে বাংলায় অনুবাদের কাজ। একটু পরেই ট্রান্সমিশন। সামনে একটা আইটেম দেখে চমকে উঠলাম “পার্বত্য চট্টগ্রামে এ যাবৎ আড়াই লাখ চাকমাকে বাঙালিরা হত্যা করেছে!” তখন সম্ভবত পার্বত্য চট্টগ্রামে চাকমাদের মোট সংখ্যাই ছিল আড়াই লাখ। আমাকেই ওটা সম্প্রচার করতে হবে আর মাত্র ১০ মিনিট পর। ছুটে গেলাম পাশের রুমে বিভাগীয় প্রধানের কাছে। পিটার ম্যানগোল্ড তখন বাংলা বিভাগের প্রধান। বললাম পিটার এটা কোথা থেকে এসেছে? আড়াই লাখ চাকমা মেরে ফেললে তো সেখানে আর কোন চাকমা থাকে না।

সমস্যাই খতম, তোমরা অস্ট্রেলিয়া আমেরিকায় যেমন করেছ। পিটার ঘড়ির দিকে তাকিয়ে বলল সব্বোনাশ! হাতে একদম সময় নেই। হারি আপ! ওটা বাদ দিয়ে তুমি অন্য কোন আইটেম দিয়ে ট্রান্সমিশন শেষ করো। ট্রান্সমিশন শেষ হওয়ার পর বিষয়টি নিয়ে সবাই বসলাম। পিটার আমাকে ধন্যবাদ দিয়ে বলল, কিন্তু ওটা তো এসেছে খুব বড় জায়গা থেকে। জানলাম ওই দিনই সকালে বিবিসি বুশ হাউসের পাশের দালানে অবস্থিত একটি দূতাবাসে নেদারল্যান্ডস থেকে কয়েকজন এসেছিলেন একজন চাকমা “নেতা”কে সঙ্গে নিয়ে, তাদের প্রেস ব্রিফিং থেকেই এই ‘রিপোর্টে’র উৎপত্তি। এভাবেই চলছে পার্বত্য চট্টগ্রামে গণহত্যার নিরন্তর প্রচারণা। ”

ড. ফেরদৌস আহমদের এ অভিজ্ঞতার মতো পার্বত্য চট্টগ্রামের গণহত্যা এবং অন্যান্য বিষয়ে অপপ্রচারের অসংখ্য দৃষ্টান্ত রয়েছে। যার সাথে জড়িত রয়েছে দেবাশীষ রয়ের মতো দেশের এবং বিদেশের কিছু কুচক্রী মহল।


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]