রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দলীয় কোন্দলের জেরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র (ইউপিডিএফ) কালেক্টর নতুন মণি চাকমা (৩৮) কে তার সহকর্মী কুপিয়ে হত্যা করেছে। আজ ভোর রাতে উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ কর্মী ওই এলাকার চাঁদার ফোস্ট কালেক্টর ছিল বলে জানিয়েছে স্থানীয়রা। এ ঘটনায় ইউপিডিএফ’র একাংশ অর্থাৎ বড়মা গ্রুপকে দায়ী করেছেন সংগঠনটির রাঙামাটি জেলা ইউনিটের সংগঠক শান্তি দেব চাকমা।পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের বালুখালী গ্রামে ইউপিডিএফ কর্মী নতুন মনি চাকমা ও তার সহকর্মী অমর রতন চাকমা ওরফে দর্শন বাড়ির বাইরে বিছানা নিয়ে একটি গাছের নিচে ঘুমাতে যান। এ সময় দর্শন ও নতুন মনির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরবর্তীতে দু’জন বড় ধরনের সংঘর্ষে লিপ্ত হন। এক পর্যায়ে দর্শন তার সহকর্মী নতুন মনিকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্তানে আঘাত করে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পরেন নতুন মনি । পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে নতুন মনি চাকমা নামের ইউপিডিএফের সক্রিয় এক কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নতুন মনি তার সহকর্মীর হাতে খুন হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার মাথায় ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।’
·
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:
·
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস
ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত
বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও
সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও
প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম
জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায়
শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে
ক্ষুদ্রতম এক প্রয়াস]