রাঙামাটিতে একদল পাহাড়ী দুর্বৃত্ত অতর্কিত হামলা চালিয়ে তিন বাঙালী যুবককে কুপিয়ে আহত করেছে। বুধবার (৭মার্চ) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের দক্ষিণ মুসলিম পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নুরুল আলম, রবিউল আলম ও খোকন। পুলিশ ও স্থানীয়রা জানায়, একদল মাতাল পাহাড়ি যুবক মুসলিম পাড়ায় গিয়ে ওই এলাকায় অবস্থানরত তিনজন বাঙালীর উপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। তাদের আত্মচিৎকারে চারদিকে লোকজন বের হয়ে আসলে পাহাড়ি যুবকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা এসময় স্বাগত চাকমা (২০) নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটক স্বাগত চাকমার পিতার নাম রত্ন জ্যোতি চাকমা, বাড়ি শহরের সুখী নীলগঞ্জ এলাকায়। আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে চিকিৎসাধীন রবিউল আলম জানায়, আমরা তিনজন ভেদভেদী মুসলিম পাড়া এলাকায় হেটে আমাদের নিকটাত্মীয়র বাসায় যাওয়ার সময় রাস্তার পাশ থেকে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালিয়ে দা দিয়ে কোপাতে থাকে দুইজন চাকমা যুবক। এসময় আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে এক চাকমা যুবক পালিয়ে গেলেও অপরজনকে দা’সহ হাতেনাতে আটক করে। পরে কোতয়ালী থানা পুলিশকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ বিষয়ে ভেদভেদী পুলিশ চেক পোস্টের ফাঁড়ি ইনচার্জ (আইসি) এএসআই মো. সাইফুল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক স্বাগত চাকমাকে রাঙামাটি কোতয়ালী থানায় সোপর্দ করা হবে।
পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের নিন্দা
রাঙামাটি শহরের ভেদভেদীতে নিরীহ বাঙালী তিন যুবককে কুপিয়ে জখম করার ঘটনায় নিন্দা জানিয়েছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা। পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আজ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিন ছিলো, বাঙালীর আজ গুরুত্বপূর্ণ একটি দিনে খাগড়াছড়ি ও রাঙামাটিতে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা রাষ্ট্রদ্রোহীতার চরম বহিঃপ্রকাশ বলেই মনে করছি আমরা।
অবিলম্বে রাঙামাটি শহরে উপজাতীয় সন্ত্রাসী কর্তৃক গুরুতর হামলার শিকার দুই বাঙালী যুবককে উন্নত চিকিৎসার ব্যাবস্থা করতে হবে ও হামলায় অংশ নেওয়া সকল সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।
·
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:
·
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস
ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত
বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও
সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও
প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম
জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায়
শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে
ক্ষুদ্রতম এক প্রয়াস]