
স্থায়ী বাসিন্দা সনদ এবং জমি রেজিস্ট্রি বিষয়ে বাঙ্গালী ছাত্র পরিষদের করা অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস। রবিবার বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। এসময় তিনি বলেন, জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ জেলায় স্থায়ী বাসিন্দা সনদ বিতরণ এবং জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে নতুন করে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। আগে যেভাবে এই কার্যক্রম পরিচালিত হত এখনও সে কার্যক্রম একইভাবে সম্পন্ন করা হচ্ছে। সুতরাং এটা নিয়ে যারা জেলা প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলছেন তা সঠিক নয়। মনে হচ্ছে তারা না জানার কারণেই এমনটা করছেন। এসময় তিনি কারো কোন অভিযোগ থাকলে কারো কথায় কান না দিয়ে সরাসরি জেলা প্রশাসক বরাবর অবহিত করতে অনুরোধ করেন। এসময় খাগড়াছড়ি জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, খাগড়াছড়ি সদর, দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
- পাহাড়ে বাঙ্গালীদের স্থায়ী বাসিন্দা সনদ বিতর্ক অবসানের উপায়
- বাঙালির স্থায়ী বাসিন্দা সনদ ও ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম আগের নিয়মে চলছে
- জেলা প্রশাসক কর্তৃক বাঙ্গালীদের স্থায়ী বাসিন্দা সনদ ও ভূমি রেজিস্ট্রেশনের জটিলতা সৃষ্টির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
একই দিন বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসকের ফেসবুক আইডি ‘Deputy Commissioner Khagrachhari’ থেকে স্থায়ী বাসিন্দা সনদ এবং জমি রেজিস্ট্রির বিষয়ে কোন অভিযোগ থাকলে গুজবে কান না দিয়ে সরাসরি জেলা প্রশাসক বরাবর অবহিত করার অনুরোধ করে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে।

পাঠকের সুবিধার্থে স্ট্যাটাসটি হুবহু নিম্নে তুলে ধরা হল,- “এই মর্মে সবাইকে অবহিত করা যাচ্ছে যে, জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ জেলায় স্থায়ী বাসিন্দা সনদ বিতরণ এবং জমি রেজিস্ট্রি সংক্রান্ত বিষয়ে নতুন করে কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। ইতোপূর্বে যে সরকারি নির্দেশনা অনুসরণ করে ও যে পদ্ধতিতে স্থায়ী বাসিন্দা সনদ প্রদান করা হয়েছে বা জমির মালিকানা হস্তান্তর সংক্রান্ত দলিল রেজিস্ট্রেশন করা হয়েছে সেই একই নির্দেশনা ও একই পদ্ধতি অনুসরণ করে স্থায়ী বাসিন্দা সনদ ও জমির রেজিস্ট্রেশন করা হচ্ছে। অযথা গুজবে কান না দিয়ে এ সংক্রান্ত কোন অভিযোগ থাকলে তা সরাসরি জেলা প্রশাসক, খাগড়াছড়িকে অবহিত করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে”।
প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে বাঙ্গালীদের স্থায়ী সনদ না দেয়া, ভূমি রেজিস্ট্রেশনে জটিলতা ও বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে রবিবার সকালে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। এর প্রেক্ষিতে খাগড়াছড়ির জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি উপরোক্ত কথা বলেন। বিক্ষোভ -সমাবেশ থেকে আগামী বুধবারের মধ্যে স্থায়ী সনদ প্রদানে বৈষম্যমূলক হেডম্যান প্রতিবেদন বাতিল, সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিয়োগের সময়সীমা বৃদ্ধি, ভূমি রেজিস্ট্রেশনে হয়রানি বন্ধের দাবি মানা হলে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এর ঘোষণা দেয় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব প্রতাপ চন্দ্র বিশ্বাসকে জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি ২৯ আগস্ট খাগড়াছড়ির ২৪তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]