শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

সেনাবাহিনীকে ব্যঙ্গ করায় মিয়ানমারে ৫ কবির জেল, আর পার্বত্য চট্টগ্রামে?


মিয়ানমারের সেনাদের ব্যঙ্গবিদ্রূপ করে নাচ-কবিতা-হাস্যরসের আসর বসিয়েছিল পিকক জেনারেশন নামে কবিদের একটি দল। এই অপরাধে কবিদলের সদস্যদের এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ইয়াঙ্গুনের একটি আদালত। দণ্ডপ্রাপ্ত কবিদের এ বছর এপ্রিলে গ্রেফতার করা হয়েছিল। তারা হলেন, কে কাহিন তুন, জে ইয়ার লুইন, পিয়াং পিয়ো মিন, পিয়াং ইয়ে তু এবং জো লিন হাতু। ফেসবুকে আয়োজনটি সরাসরি সম্প্রচার করায় ৩ জনকে দেওয়া হয়ে বাড়তি জেল। মিয়ানমারের সংস্কৃতির অংশ ‘থানগিয়াট’ নামের ওই পরিবেশনায় পার্লামেন্টে সেনাদের ক্ষমতা ভাগাভাগির বিষয়ে বিদ্রূপ করা হয়েছে। সেনা পোশাক পরিহিত কুকুরকে তারা জনসমক্ষে প্রদর্শন করেন।

আদালত রায়ে বলেছেন, অভিযুক্তরা উদ্দেশ্যপ্রণোদিত-ভাবে এ কাজ করেছে তা স্পষ্ট। তবে আসামিরা নিজেদের ভুল স্বীকার না করে বরং জানিয়েছেন বিচারব্যবস্থার প্রতি তাদের আস্থা নেই।

খবর বিবিসি 

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]