ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি হিসেবে পুনরায় নিয়োগ পাওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ নেতৃবৃন্দ। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ভিসির কার্যালয়ে এক সংক্ষিপ্ত সৌজন্য স্বাক্ষাতে নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ তৌকির নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গত ৩রা নভেম্বর রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. মো: আখতারুজ্জামানকে পুনরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ ১৯৭৩ এর আর্টিকেল ১১ (১) অনুযায়ী সিনেট কর্তৃক মনোনীত প্যানেল থেকে ড. মো: আখতারুজ্জামানকে ভিসি পদে নিয়োগ করা হলো।
চলতি বছরের ৩১ জুলাই বিশ্ববিদ্যালয় সিনেটে ভিসি প্যানেল নির্বাচন হয়। এতে এ পদে অধ্যাপক ড. আখতারুজ্জামানসহ তিনজন নির্বাচিত হন। এর আগে ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয় তাকে। ওই সময় তিনি প্রো-ভিসির দায়িত্বে ছিলেন। তৎকালীন ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিককে মেয়াদোত্তীর্ণ আখ্যা দিয়ে আখতারুজ্জামানকে অস্থায়ী নিয়োগ দেয়া হয়। প্রায় দুই বছর দুই মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালের ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন ও খাগড়াছড়ি সরকারী কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে সংগঠনটির পথচলা শুরু হয়। উক্ত সংগঠনে বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র আইপিই বিভাগের ছাত্র মোঃ মহিউদ্দিন সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মোঃ মিনহাজ তৌকি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহা-পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সৈয়দ মোঃ হাশিম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ মনির হোসেন, বেসরকারী টেলিভিশন চ্যানেল যমুনা টিভির বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক মোঃ জাকির হোসেন, চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আরাফাতুর রাকিবসহ অন্যান্যরা পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]