শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের (পিবিসিপি) ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া। দীর্ঘ ২ যুগেরও বেশী সময় ধরে পার্বত্য চট্টগ্রামে অধিকারহারা, নির্যাতিত পাহাড়ী-বাঙালিদের অধিকার আদায়ে আন্দোলন-সংগ্রামরত সর্ববৃহৎ বাঙালি ছাত্র সংগঠন পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ হাটি-হাটি পা-পা করে ২৭ বছর অতিক্রান্ত করে ২৮ বছরে পদার্পণ উপলক্ষে পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রীয় কমিটি ঢাকায়, রাঙামাটি জেলা শাখা, খাগড়াছড়ি জেলা শাখা, বান্দরবান জেলাশাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, কুমিল্লা জেলাশাখা ও বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভাঅনুষ্ঠিত হয়।

ঢাকায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের (পিবিসিপি) ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মাধ্যমে কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইঁয়া। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ১৯৯১ সালের পূর্ববর্তী পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি ও ছাত্রছাত্রীদের প্রতি রাষ্ট্রের অবহেলা এবং পার্বত্য বাঙালি জনগোষ্ঠীর অধিকার আদায়ের লক্ষ্যে মাত্র ১২জন পার্বত্য বাঙালি ছাত্র/ছাত্রীদের নিয়ে কুমিল্লায় এ সংগঠন প্রতিষ্ঠা করেছিলাম। আজ তা পার্বত্য চট্টগ্রামে সর্ববৃহৎ বাঙ্গালি ছাত্র সংগঠনে পরিণত জয়েছে। এ সংগঠন ধরে রাখার দায়িত্ব নিতে হবে মেধাবী ছাত্রদের। আজ মনে হচ্ছে আমি মরে গেলেও আর সমস্যা হবেনা।
অন্যদিকে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা শাখায় সভায় বক্তারা বলেন,, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙ্গালি উভয়ইকে সমান অধিকার দিতে হবে এবং উপজাতি কোটা বাতিল করে পার্বত্য কোট চালু করতে হবে।  রাঙ্গামাটি শহরের বনরূপার একটি স্থানীয় হোটেলে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন। সভায় বক্তারা আরও বলেন, শান্তিচুক্তির মাধ্যমে বাঙ্গালীদেরকে ২য় শ্রেণীর নাগরিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। অবিলম্বে পার্বত্য শান্তিচুক্তি পূর্ণবিবেচনা করে বাঙ্গালীদেরকে চুক্তির আওতায় আনতে হবে এবং পাহাড়ে চলমান গুম, খুন অপহরণ বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সরকার সন্ত্রাসীদের তাণ্ডবে বেসামাল হয়ে পড়বে বলে উল্লেখ করেন বক্তারা। এসময় সভায় বক্তব্য রাখেন, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের রাঙ্গামাটি জেলা সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ্ আল মোমিন, প্রচার সম্পাদক নুর মোহাম্মদ, সরকারি কলেজ সভাপতি মো. ইয়াছিন, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. শরিফ, বরকল উপজেলা সভাপতি, মো. আলমিনসহ প্রায় ২ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। এর আগে রাঙ্গামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বনরূপায় এসে শেষ হয়।

কুমিল্লা মহানগরীর শাখা, কুমিল্লার পৌরপার্কের ঐতিহাসিক জাজামতলায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। অদ্য শুক্রবার বিকাল ৫ টার সময় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের আয়োজনে এক বর্নাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা সভাসহ পিবিসিপি'র জন্ম দিন পালিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিসিপি'র প্রতিষ্ঠাকালীন সেক্রেটারী বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজ্ঞ আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সহ সভাপতি জনাব জসিম উদ্দীন চৌধুরী, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইসমাইল নবী শাওন, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইব্রাহীম মনির, সাবেক যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারী রফিকুল ইসলাম, ভিক্টোরিয়া কলেজ সভাপতি মনির হোসেন, কুমিল্লা মহানগরীর সভাপতি কাজী হারুন অর রশীদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ককুমিল্লা ভিক্টোরিয়া কলেজসহ ববিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাদিক নেতা কর্মী উপস্থিত ছিলেন আলোচনা সভায় বক্তারা বলেন,পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে বাঙালিদেরকে ২য় শ্রেণীর নাগরিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। অবিলম্বে পার্বত্য শান্তিচুক্তি পূনর্বিবেচনা করে বাঙালিদেরকে চুক্তির আওতায় আনতে হবে।উপজাতী কোটা বাতিল করে পার্বত্য কোটা চালু করার জোর দাবি জানান। বক্তারা আরো বলেন,পাহাড়ে চলমান গুম, খুন অপহরণ বন্ধে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।অন্যথায় সরকার সন্ত্রাসীদের তাণ্ডবে বেসামাল হয়ে যাবে। অনুষ্ঠান শেষে কেক কাটার মাধ্যমে ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

খাগড়াছড়ি জেলা শাখায় পিবিসিপির ২৮ বছরে পদার্পন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে সকালে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শাপলা চত্বর সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা অফিসার্স ক্লাব কমিউনিটি সেন্টারে এসে আলোচনা সভায় অংশ নেয় সংগঠনটির নেতা-কর্মীরা।

এর আগে কেকে কেটে আলোচনা সভা ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনটির সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌর কাউন্সিলর প্রকৌশলী আব্দুল মজিদ পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন কায়েশের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্যে রাখে, পার্বত্য বাঙ্গালি যুব নেতা মোঃ মহি উদ্দিন মাহি, ছাত্রপরিষদের জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল¬াহ আসাদ সহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতারা।

খাগড়াছড়ি জেলা সভাপতি প্রকৌশলী লোকমান হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, যুবনেতা কামরুল ইসলাম, মেহেদী হাসান রাসেল, আশরাফুল ইসলাম মুন্না, সঞ্জিত, খাগড়াছড়ি। উপজেলা আহবায়ক নয়ন, মাটিরাঙার সভাপতি মোঃ রবিউল ইসলাম,মাটিরাঙার পৌর সভাপতি মোঃ জালাল হোসেন, গুইমারা শাখার যুগ্ন আহবায়ক আহাদ হোসেন, রামগড় শাখার আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, সদস্য সচিব রায়হান, দিঘীনালা শাখার সভাপতি মোঃ নজর“ল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, পানছড়ি শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ র“বেলসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। 

বান্দরবান জেলার, পিবিসিপির জেলা আহবায়ক মো. মিজানুর রহমানের নেতৃত্বে জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন পিবিসিপির সাবেক জেলা সভাপতি ও নাগরিক পরিষদের জেলা শাখার সিনিয়রসহ সভাপতি সাংবাদিক এইচ এম সম্রাট।
দীঘিনালায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী, পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদের উপদেষ্টা মো. মুনসুর আলম হিরা বলেছেন, “বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপজাতি কোটা বাতিল করে, সর্বক্ষেত্রে জনসংখ্যা অনুপাতে পার্বত্য কোটা চালু করতে হবে। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের নামে পার্বত্য এলাকা থেকে বাঙালি উচ্ছেদ বন্ধসহ পার্বত্য চট্রগ্রাম টাস্কফোর্স কর্তৃক অবৈধ পুনর্বাসন ষড়যন্ত্র বাদ দিয়ে বাঙালি পরিবারের পুনর্বাসন করতে হবে। শুক্রবার উপজেলার স্বপ্নযাত্রা রেস্টুরেন্টে, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের দীঘিনালা উপজেলা শাখার সভাপতি মো.  আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. আলআমিন হাওলাদার, মো. হানিফ, মো. রফিকুল ইসলাম প্রমুখ। পরে  প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]