সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

যৌথবাহিনীর অভিযানে সেনাসদস্য ও হেডম্যান হত্যায় জড়িত উপজাতি সন্ত্রাসী আটক

রাঙ্গামাটির রাজস্থলিতে সেনা টহলে হামলা চালিয়ে সেনা সদস্য নাসির হত্যা ও এর কিছুদির পর হেডম্যান দ্বীপময় তালুকদারকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে এক উপজাতি সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। ২রা জানুয়ারি রবিবার বিকেলে উপজেলার মিতিঙ্গাছড়ি থেকে ভাগ্যরাম ত্রিপুরা(৩২) নামের ঐ সন্ত্রাসীকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ খান সে বিলাইছড়ি উপজেলাধীন ফারুয়ার বাসিন্দা। ওসি জানান, ভাগ্যরাম ত্রিপুরা রাজস্থলী-কাপ্তাই ও বাঙ্গালহালিয়ার বিভিন্ন এলাকার স্থানীয় ব্যবসায়ীদের কাছে মুঠোফোনের মাধ্যমে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। গ্রেফতারকৃত ভাগ্যরাম ত্রিপুরার বিরুদ্ধে গত ২০১৯ সালের ১৪ই ডিসেম্বর রাজস্থলী থানায় চাঁদাবাজির মামলা করেছিলো ভূক্তভোগী রমিজ মিয়া। সম্প্রতি এক ব্যক্তিকে ফোন করে রাজস্থলীর হেডম্যান দীপময় তালুকদারকে হত্যায় একটি গুলি ব্যবহার করা হয়েছে, তাকেও সেই উপায়ে হত্যা করা হবে বলে হুমকি প্রদান করে ভাগ্যরাম ত্রিপুরা। এছাড়া যৌথবাহিনীর ধারনা ভাগ্যরাম ত্রিপুরা রাজস্থলীর সেনা সদস্য নাসির ও হেডম্যান দ্বীপময় তালুকদার হত্যার ঘটনার সাথে জড়িত রয়েছে।ওসি মফজল আহমেদ খান জানিয়েছেন, সোমবার দুপুরে রাঙামাটির আদালতে তাকে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে। তিনি বলেন, গ্রেফতারকৃতের কাছ থেকে আরো গুরুত্বপূর্ন তথ্য বের হবে বলে তিনি মনে করছেন।

এর আগে, ২০১৯ সালের ১৮ আগষ্ট রবিবার সকাল ১০টার দিকে রাজস্থলির পোয়াইতুমুখ এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহলের উপর হামলা চালায় উপজাতি সশস্ত্র সন্ত্রাসীরা। রাজস্থলী আর্মি ক্যাম্প থেকে চার কিলোমিটার দক্ষিণে পোয়াইতুমুখ এলাকায় সেনাবাহিনীর একটি নিয়মিত টহলের ওপর সন্ত্রাসীরা অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। এতে সৈনিক নাসিম (১৯) গুলিবিদ্ধ হন। পরে তাকে হেলিকপ্টারে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এছাড়া একই বছরের ২২ অক্টোবর মঙ্গলবার উপজেলার তাইতং পাড়ার জিরোমাইল এলাকায় ঠিকাদারির কাজ দেখতে যান হেডম্যান (মৌজাপ্রধান) দ্বীপময় তালুকদারকে (৪৫)। সেখান থেকে একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায়। এরপর পরদিন ২৩ অক্টোবর বুধবার সকাল আটটার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তাইতং পাড়ায় দ্বীপময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে তাঁর লাশ উদ্ধার করা হয়। দ্বীপময় উপজেলায় ৩৩৩ নম্বর ঘিলাছড়ি মৌজার প্রধান ও ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]