রাঙামাটির লংগদুতে সেনা জোন (২ ইষ্ট বেঙ্গল রেজিঃ) ও উপজেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে দশ দিনব্যাপী বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, দেশে ও বিদেশে সেনাবাহিনী মানব সেবায় নিয়োজিত রয়েছে। পার্বত্যঞ্চলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের শিক্ষা ও স্বাস্থ্য সেবার পাশাপাশি সেনা বাহিনীর বিভিন্ন উন্নয়ণ মূলক কর্মকান্ড সত্যিই প্রসংসনীয়। তাদের কাজকে মূল্যায়ন করতে হবে। সেনাবাহিনীকে কটুক্তি করা ঠিক নয়। তিনি বলেন, সেনাবাহিনীর ন্যয় সমাজে বসবাসকারী সচেতন ও বিত্তবানদের জাতি বিভেদ ও ভেদাভেদ ভুলে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় একযোগে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে। কারণ উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শান্তি।
রোববার, সকাল এগারটায় লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা একথাগুলো বলেছেন।
লংগদু সেনা জোন (২ইঃবেঙ্গল) এর উপ-অধিনায়ক মেজর মোঃ গোলাম আজম এতে সভাপতিত্বে করেন। জোনের সেনা অফিসার ক্যাপ্টেন আরেফিন এর উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার প্রসুন সাহা।
লংগদু সেনা জোন (২ইঃবেঙ্গল) এর উপ-অধিনায়ক মেজর মোঃ গোলাম আজম এতে সভাপতিত্বে করেন। জোনের সেনা অফিসার ক্যাপ্টেন আরেফিন এর উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন আহম্মেদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার প্রসুন সাহা।
এছাড়া জোনের সেনা অফিসার মেজর নোমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল বারেক সরকার সহ জোনের বিভিন্ন সেনা অফিসার, স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার, গন্যমান্যব্যাক্তি ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণার্থীগন এসময় উপস্থিত ছিলেন।
উপজেলার বিভিন্ন এলাকার ৬০ জন বেকার ও শিক্ষত যুবক যুবতিরা এই প্রশিক্ষণে অংশ নেয়। পরে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম সহ ফাস্ট এইড বক্স বিতরণ করেন এর জন্য তিনি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ গোলাম আজম এর নিকট দেড় লক্ষ টাকার চেক হস্তান্তর করেন।
প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেযারম্যান বৃষ কেতু চাকমা বক্তব্যে তিনি আরো বলেন, দেশের প্রচলিত আইনকে সম্মান করে স্ব স্ব এলাকায় আমাদের শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক। এখানে পাহাড়ী বাঙালী বলে আলাদা করে না দেখে সকলে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করতে হবে। উন্নয়নের জন্য সকলকে এক যোগে কাজ করতে হবে। যাতে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটি সুন্দর ও অসম্প্রদায়িক সমাজ উপহার দিতে পারি। প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এলাকায় গিয়ে মানুষের সেবা করুন। তাহলে আপনাদের এই প্রশিক্ষণ সফল ও সার্থক হবে।
লংগদু প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:
·
পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা
· পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস
[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস
ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত
বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও
সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও
প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম
জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায়
শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে
ক্ষুদ্রতম এক প্রয়াস]