বুধবার, ৭ ডিসেম্বর, ২০১৬

পাহাড়ে পিছিয়ে পড়া মানুষের জন্য সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়: সন্তু লারমা

নিয়মিত দায়িত্বের বাইরেও সমাজ বিনির্মানে পার্বত্য চট্টগ্রামসহ দেশের জনকল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর যে প্রশংসনীয় ভূমিকা রয়েছে সারাবিশ্বেও তা বিস্তৃত হচ্ছে প্রতিনিয়ত। পার্বত্য অঞ্চলের বিগত সময়ের যে নির্মম বাস্তবতায় পাহাড়ের পিছিয়ে পড়া মানুষের জন্য বর্তমানে সেনাবাহিনীর উন্নয়নশীল ভূমিকা ভালোবাসা ও ভাতৃত্ববোধকে প্রশংসনীয় করে তুলেছে। তাদের এসব কর্মকান্ডকে প্রশংসা না করে পারা যায় না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা। তিনি বলেন, জনগনের কাজে এবং এদেশের মানুষের স্বাধীকার অধিকার প্রতিষ্ঠায় সেনাবাহিনীর অতীত এবং ভবিষ্যৎ প্রশংসার দাবি রাখে।


পার্বত্য অঞ্চলের বিগত সময়ের যে বাস্তবতা তা দুর করে, শান্তি সমৃদ্ধি ও সম্প্রীতি রক্ষা করে গণমুখী শাসন ব্যবস্থাকে এগিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে, যা সমাজের সর্বক্ষেত্রে প্রশংসনীয় হচ্ছে। তাই প্রশিক্ষণ মানুষের উন্নয়নে এবং ঐতিহ্যকে আরো সমৃদ্ধ করবে বলেও মন্তব্য করেন জেএসএস সভাপতি সন্তু লারমা।বুধবার ১৬ বীর রাঙামটি সদর জোন আয়োজিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের দক্ষ মানব সম্পদ ও সমৃদ্ধ দেশ এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান এই মন্তব্য করেন।

সকাল ১১টায় ৩০৫ পদাতিক ডিভিশন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ১৬ বীর রাঙামটি সদর জোন অধিনায়ক মালিক সামসুদ্দিন মোহাম্মদ মঈন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল রিদওয়ান আল-মাহমুদ এনডিসি,এএফডব্লিউসি,পিএসসি ও রাঙামাটি জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তফা জামাল। এছাড়াও পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, সদর উপজেলা চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, সরকারী পদস্থ কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন স্কুলের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল রিদওয়ান আল-মাহমুদ এনডিসি-এএফডব্লিউসি-পিএসসি বলেন, সমাজের এবং নাগরিকের উন্নয়নে সেনা বাহিনীর যে দ্বায়বদ্ধতা এবং সম্পৃক্ততা রয়েছে তাতে প্রশংসনীয় ভূমিকা রাখবেই। এর আগে সেনা জোন কর্তৃক পরিচালিত ডটকম কম্পিউটার এর প্রশিক্ষণ শেষে রাঙ্গামাটি সদর ও কাউখালী উপজেলার ২৫০ জন প্রশিক্ষনার্থীর হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ।


লেখক: আলমগীর মানিক


পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]