বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

উপজাতি জঙ্গী সন্ত্রাসীর মৃত্যুতে পার্বত্যাঞ্চলকে আবার অশান্ত করার চেষ্টা

ছাদেকুল হত্যার বিচার ও পাহাড়ে সেনাবাহিনী বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের প্রতিবাদে এবং পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প বৃদ্ধির দাবিতে ঢাকায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত।অদ্য ২৫শে এপ্রিল,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রেরিত এক ই-মেইল বার্তায় জানানো হয় যে,গত ১২ এপ্রিল ২০১৭ ইং নানিয়াচর উপজেলার ঘিলাছড়িতে ছাদেকুল ইসলাম (২৩) হত্যার বিচার ও সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র এবং পাহাড়ে সেনা ক্যাম্প বৃদ্ধির দাবিতে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর শাখা।ঙ্গলবার সকাল ১০টায় ঢাকা জাতিয় প্রেস ক্লাবের সম্মুখে সংগঠনটির উদ্যোগে ও ঢাকা মহানগর সভাপতি মো. শাহাদাৎ ফরাজি সাকিব এর সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।



মানববন্ধনে প্রধান অথিতির বক্তব্য রাখেন,পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া।বক্তব্য রাখেন,পার্বত্য নাগরিক পরিষদের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন আহমেদ,ন্যাপ ভাসানী এর সভাপতি খন্দকার মোস্তাক হোসেন ভাসানী, পার্বত্য নাগরিক পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য,শেখ আহাম্মদ (রাজু) এবং জিয়া ফোরামের সভাপতি মঞ্জরুল ইসলাম ঈসা প্রমুখ।


মানববন্ধনে প্রধান অথিতি তার বক্তব্যে বলেন,নামধারী একটি মহল পার্বত্যাঞ্চলকে অশান্ত করার চেষ্টা করছে। এছাড়া দেশি-বিদেশী ষড়যন্ত্রকারীদের সেনাবাহিনীর ভাবমর্তি ক্ষুন্ন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে।বহুদিন যাবৎ পার্বত্যাঞ্চলে নামধারী কতিপয় উপজাতিয় আঞ্চলিক সংগঠনগুলো বাঙালীদের অস্ত্ররে মুখে জিম্মি করে রেখেছে। তাদের অবৈধ অস্ত্রের মুখে পাহাড়ের মানুষ আজ নিরাপত্তাহীন।


বক্তারা আরও বলেন,পার্বত্যাঞ্চলে উপজাতি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী ঘুম, খুন, চাঁদাবাজি,অপহরণ অব্যাহত রেখেছে। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় এই পর্যন্ত প্রায় ৪০ (চল্লিশ) হাজার সাধারণ বাঙালিকে হত্যা করেছে এই উপজাতী সন্ত্রাসী সংগঠনগুলো। এখন নতুন করে আবার বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু করেছে।

তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য বাঙালি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।সেই সাথে সাদেকুল সহ পাহাড়ে সকল বাঙ্গালি হত্যার বিচার পূর্বক নিরাপত্তা বৃদ্ধির লক্ষে অধিক হারে সেনা ক্যাম্প স্থাপনের জোর দাবি জানাান।

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]