রবিবার, ১৪ মে, ২০১৭

চাকমারা বৌদ্ধ ধর্মের অনুসারি হয়েও বৌদ্ধর ধর্ম নিয়ে কটুক্তি করছে।

বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধকে নিয়ে কটুক্তি করার জের ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বসচা। অতপরঃ খাগড়াছড়িতে বেড়াতে গেলে নিজ সম্প্রদায়ের লোকের হাতে গনধোলাই খেলেন উৎপল খীসা ওরপে পলঙ চাঙমা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি “বাল্ব হুলো” নামে সমধিক পরিচিত। ঘটনার বিবরনে জানা যায়, ঢাকায় কাজিপাড়ায় বসবাসরত উৎপল খীসা গত ১০ই মে, ২০১৭ ইং খাগড়াছড়িতে বেড়াতে যান। গত ১২ ই মে, ২০১৭ ইং খাগড়াছড়ি সদরের ‘টং’ রেস্টুরেন্টে একটি সাংস্কৃতিক সান্ধ্য অনুস্ঠানে যোগদান করেন। অনুস্ঠান শেষে সামান্য রিফ্রেশমেন্টের আয়োজনও করা হয়েছিল। উক্ত অনুস্থানে বিদেশী বিয়ারের সাথে স্থানীয়ভাবে তৈরী হাঞ্জী (এক প্রকার দেশীয় মদ) পান করেন সবাই।বিভিন্ন আলোচনার এক একপর্যায়ে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করেন মিঠুন চাকমা। কিন্তু, হঠাৎ করেই রেগে যান উৎপল খীসা। ঐ সময় উক্ত অনুস্থানে থাকা অনেকেই উৎপল খীসার ইতোপূর্বে ফেসবুকে বৌদ্ধ ধর্মের অবমাননা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করলে উৎপল খীসা আরো তেলে বেগুনে জ্বলে উঠেন। একপর্যায়ে টং রেস্তোরার মালিক দীপংকর ত্রিপুরা উৎপল খীসাকে নিবৃত করার চেস্টা করলে দীপংকর ত্রিপুরাকে গালে চড় মারেন উৎপল খীসা।
অনোন্যপায় হয়ে মিঠুন চাকমা উৎপল খীসাকে ধরে ফেলার নির্দেশ দিলে সবাই মিলে উৎপল খীসাকে ধরে ফেলে কিল, ঘুসি মারতে থাকেন। গনধোলাই এর শিকার হয়ে একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন উৎপল খীসা। অবশেষে, রেস্টুরেন্টের এক কোনায় নিয়ে গিয়ে মাথায় ঠান্ডা পানি ছিটিয়ে দিলে জ্ঞান ফিরে পান উৎপল খীসা। জানাগেছে, আজ সকালে উৎপল খীসাকে স্থানীয় বৌদ্ধ মন্দিরে নিয়ে গিয়ে তথাগত ভগবান বুদ্ধের কাছে মাপ চাইতে বাধ্য করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা সমূহ:

·      পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক বাঙ্গালী গণহত্যা

·     পার্বত্য চট্টগ্রামে উপজাতি সন্ত্রাসী কর্তৃক সেনাহত্যার ইতিহাস


[লেখাটি আপনার ভাল লেগেছে? তাহলে দয়াকরে গবেষণামূলক ও ইতিহাস ভিত্তিক এই সাইটটি চালিয়ে যেতে সাহায্য করুন। পার্বত্য চট্টগ্রামে অধিকার বঞ্চিত বাঙ্গালী জনগোষ্ঠী সাইটটি পার্বত্য চট্টগ্রামে সরকার কতৃক চরমভাবে অবহেলিত ও সুবিধা বঞ্চিত, পশ্চিমা সমর্থনপুষ্ঠ এনজিও সমূহের একচোখা নীতি, সন্তু লারমা ও প্রসীত খীসাদের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) 'এর নিপিড়িত, নির্যাতিত ও বর্বরতম সন্ত্রাসের নির্মম ও অসহায় শিকার - পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালী জনগোষ্ঠির সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে ক্ষুদ্রতম এক প্রয়াস]